/indian-express-bangla/media/media_files/2025/05/01/DFgtkjepLoD1uF894k2K.jpg)
কালীপ্রেমে মাতোয়ারা পরম... Photograph: (ফাইল)
Kali Puja-Parambrata Chatterjee: কালী মানেই যার উপস্থিতি অমাবস্যা নিশিকে আলোয় ভরিয়ে তোলে। তাঁর সেবায় নিজেকে নিয়োগ না করে থাকতে পারে মানুষ? তার ভক্ত না হয়ে উপায় আছে কি? মাতৃশক্তির প্রতি আলাদাই টান অনুভব করেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ কথাই আজ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানালেন তিনি।
সমাজমাধ্যমে একটু ফলো করলেই দেখা যায়, কালী প্রেমে মাতোয়ারা পরম। মায়ের নানান ছবি এবং ভিডিওতে তাকে লাইক ঠুকতেও দেখা যায়। আসন্ন কালী পূজা উপলক্ষে তার প্ল্যান কি? এই প্রশ্নই তার কাছে রাখা হয়েছিল। অভিনেতা শুরু থেকে জানালেন তিনি প্রচন্ড মাত্রায় মাতৃভক্ত। ছোট থেকে যে তিনি এতটা বিশ্বাসী ছিলেন তেমনটা কিন্তু নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনেকটাই পাল্টেছেন। মায়ের প্রতি বিশ্বাস এবং আস্থা যথেষ্ট মাত্রায় বেড়েছে। তিনি কালী ভক্ত। সম্পূর্ণটা তার কাছে এক্কেবারে মনের ব্যাপার।
প্রায় বছর ১০-১৫ হলো তিনি মাতৃ শক্তিতে ভীষণভাবে বিশ্বাসী। অভিনেতা জানালেন এই পূজোর সময় থেকেই তিনি দারুন পাওয়ারফুল অনুভব করে। এমনকি তিনি এও জানালেন, গোটা কলকাতা শহর ঘুরে ঘুরে ঠাকুর দেখার অভ্যাস না থাকলেও, কালী পূজার দিন নিজের পাড়াতেই পুজোর সঙ্গে ওতপ্রতভাবে জড়িত তিনি। সময় কাটান সেখানেই। কালী ভক্ত পরম কি তবে কালীতীর্থে যান? অভিনেতার সোজাসাপ্টা জবাব...
সেভাবে হয়তো, প্ল্যান করে খুব একটা যাওয়া হয় না। যে ওমুক দিন প্ল্যান করে ফেললাম যেই জায়গায় যেতেই হবে। কিন্তু যাতায়াতের পথে যদি মায়ের মন্দির দেখতে পাই, তাহলে আমি দাঁড়িয়ে যাবোই। কালীপুজোর দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমি নিজের মতো করে ওই দিনটাতে একটু প্রার্থনা করি। এ পুরো মাতৃ পক্ষটা আমার কাছে খুব শক্তির সময়। সময় খারাপ যাক বা ভালো, এই সময়টা আমার কাছে একদম অন্যরকম। তার কাছে এই ভক্তিটা খুব পার্সোনালাইজ। আমি এমন নয় যে কোথাও গিয়েই কালী মন্দির খুঁজতে হবে।
প্রসঙ্গে এর আগেও, দুর্গাপূজার অষ্টমীর দিন নিজের মামার বাড়ির পাড়াতে অঞ্জলী দিতে গিয়েছিলেন পরম। সঙ্গে ছিলেন তার স্ত্রী পিয়া এবং তার একরত্তি ছেলে।