কর্ণাটকের হিজাব বিতর্কের রেশ ছড়িয়েছে গোটা দেশে। স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ করা নিয়েই সমস্যার সূত্রপাত। সম্প্রতি কর্ণাটকের উদুপির এক সরকারি শিক্ষাঙ্গনে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস না করতে দেওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই নিয়ে দফায় দফায় অশান্তির সূত্রপাত। কোথাও পাথর ছোঁড়াছুড়ির মতো ঘটনা ঘটে, আবার কোথাও বা লাঠিচার্জ হয়। পরিস্থিতি এতটাই বেগতিক যে, যার জেরে আগামী তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্ণাটক (Karnataka) হাই কোর্ট। দক্ষিণী রাজ্যের এই হিজাব বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন কমল হাসান (Kamal Haasan)।
দাক্ষিণাত্যের সুপারস্টারের সাফ মন্তব্য, "বিভাজনের বিষ পুঁতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের মধ্যে।" তাঁর কথায়, "কণার্টকে যা হচ্ছে, তা যেন তামিলনাড়ুতে (Tamil Nadu) না ঘটে। আমাদের প্রতিবেশী রাজ্যে যা ঘটছে, তা ভীষণ দুঃখজনক। সমাজের প্রগতিশীল শক্তিদের আরও সজাগ হওয়ার সময় এসেছে।" বুধবার টুইটারেই হিজাব বিতর্কে প্রতিবাদ করেন কমল হাসান।
<আরও পড়ুন: ‘আমার পরিবার ভারতের জন্য লড়েছে’, লতার অন্ত্যেষ্টিতে ‘থুতু’কাণ্ডের পর ভাইরাল শাহরুখের মন্তব্য>
প্রসঙ্গত, হিজাব-বিতর্কে উত্তাল দক্ষিণের রাজ্য কর্নাটক। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে যখন কর্ণাটক হাইকোর্টে মামলার শুনানি চলছিল, তখনই উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে বিক্ষোভ দেখান গেরুয়া বস্ত্রধারী বেশ কয়েকজন। পরে হিজাব পরিহিত বেশ কয়েকজনের সঙ্গেও তাঁরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। শেষমেশ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সম্প্রতি এই বিষয়ে সুর চড়িচয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি বলেন, "পোশাক পরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন মহিলার। তা বিকিনিই হোক বা ঘুঙ্ঘট বা হিজাব।" পাশাপাশি পুদুচেরির বেশ কিছু জায়গাতেও হিজাব না পরতে দেওয়ার অভিযোগ উঠেছে। যার জল গড়িয়েছে এবার বিজেপি শাসিত আরেক রাজ্য মধ্যপ্রদেশেও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন