Advertisment
Presenting Partner
Desktop GIF

'সাচ্চা বামেদের ভয় পাচ্ছে…', মৌনতা ভেঙে যাদবপুর কাণ্ডে 'স্বাধীন-জটিল' মন্তব্য কমলেশ্বরের

চক্রান্ত-দুষ্কৃতীদের আখড়া! কলম ধরলেন কমলেশ্বর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kamaleshwar mukherjee, kamaleshwar mukherjee news, kamaleshwar mukherjee updates, kamaleshwar mukherjee CPIM, kamaleshwar mukherjee on jadavpur, Jadavpur university, JU, Jadavpur ragging incident, কমলেশ্বর মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

যাদবপুর প্রসঙ্গে কমলেশ্বর !

যাদবপুর কাণ্ডে আওয়াজ তুলেছেন অনেকেই। অভিনেতা অভিনেত্রীদের অনেকেই নানা মন্তব্য করেছেন। অভিযোগের তীর উঠছে দলীয় ছাত্র সংগঠনের দিকে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে, পড়ুয়া মৃত্যুতে দলীয় রাজনীতি শুরু হয়ে গিয়েছে।

Advertisment

গতকাল, প্রতিবাদে নেমেছিল এসএফআই। তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। কিন্তু বাম-মনস্ক তারকারা চুপ কেন? অনীক দত্ত থেকে শ্রীলেখা এমনকি অনেকেই ছাত্র মৃত্যুতে কুলুপ আঁটলেও, এবার কলম ধরলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। দুষ্কৃতীদের সঙ্গে প্রতিবাদীদের মিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার! এর পেছনে চাল রয়েছে শাসকদলের? কমলেশ্বর মুখোপাধ্যায় লিখছেন…

"বামপন্থী বা 'মার্ক্সবাদী'র মতো সার্বজনীন শব্দগুলো ব্যবহার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতী আর প্রতিবাদীদের এক আসনে বসিয়ে দেওয়ার চক্রান্তে নেমেছে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া রাজ্য ও কেন্দ্রের শাসকদলের লোকেরা । 'স্বাধীন' ও 'অতিবাম' নামাঙ্কিত বামপন্থার মুখোশধারী এই দুষ্কৃতীরাই নির্বাচনের সময় রাজ্যের ও কেন্দ্রের শাসকদলের ধ্বজা ধরে। তাই এদের বাঁচাতে আবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছে শীর্ষ ক্ষমতার তল্পিবাহকেরা। সাবধান।"

আরও পড়ুন - শোকের শেষ নেই! হানিমুনে তাসনিয়া, পোস্ট ম্যারেজ গ্লো দেখেই খোঁটা…

পড়ুয়া মৃত্যুতে ধৃত নয়। অভিযোগ এমনই, যে ঘটনাস্থলে র‍্যাগিং এর সময় উপস্থিত ছিলেন এই নয়ের সকলেই। একদিকে যেমন CCTV- নিয়ে অভিযোগ উঠছে। তেমনই, আরেকদিকে অভিযোগ উঠছে ক্যাম্পাসের বুকে নানা অপরাধমূলক কাজ চালান পড়ুয়ারা। নিজেদের দোষ ঢাকতেই তারা CCTV এর বিরুদ্ধে এমন কথাও শোনা যাচ্ছে। সাবধানতার সুরে, নিজের সতর্কবানী এখানেই শেষ করলেন না তিনি। উল্টে আরও বললেন…

আরও পড়ুন - সুনামি-হ্যারিকেন সব ফেল! ২৫০ কোটি পার, ২২ বছর পরেও বাজি জিতে নিল সানি দেওলের ‘গদর-২’

"স্বাধীন-নিরপেক্ষ- এইসব ছাত্র সম্প্রদায় আসলে, দক্ষিণপন্থী মুখের বিভিন্ন ছাঁচ। এরা সাচ্চা বামেদের ভয় পাচ্ছে।" দলকে আড়াল করার চেষ্টা করেছেন তিনি? নাকি সবকিছুকেই বদলে দেওয়ার, নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? র‍্যাগিং নিয়ে গতকাল সরব হয়েছিলেন রুপাঞ্জনা, যাদবপুরের ছাত্রছাত্রীদের দুষ্কৃতীদের সঙ্গে তুলনা করেছিলেন। এবার, কমলেশ্বর এর কথায় হইচই।

tollywood kamaleswar mukharjee Jadavpur University Entertainment News
Advertisment