Advertisment

'প্লে হাউজ' নাটকে ফের কমলেশ্বর-পদ্মনাভর যুগলবন্দী

আজ, ২৮ অক্টোবর, তপন থিয়েটারে পর পর দুটো শো করছে শৈলুষিক। বিকেল ৩ টে ও সন্ধ্যা ৬ টায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হবে 'প্লে হাউজ'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রবিবার বিকেল ৩টে ও সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে 'প্লে হাউজ'।

সুইস লেখক ফ্রেডরিক ডুরেনম্যাটের উপন্যাস 'দ্য ডেঞ্জারাস গেমস' অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায় তৈরি করেছেন তাঁর নতুন নাটক 'প্লে হাউজ'। তার নিজের নাটকের দল শৈলুষিকের সদস্যরাই কাজ করেছেন এই নাটকে। তবে প্লে হাউজের স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। শুধু যে লিখেছেন তাই নয়, নাটকের মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। মধ্যবয়সী এক ব্যক্তি আত্মহত্যা করেন, কিন্তু তাঁর কারণ কি? এই নিয়েই তৈরি এই কোর্টরুম ড্রামা। এই প্রথমবার নয়, কমলেশ্বরের তঞ্চক-প্রবঞ্চক নাটকেও অভিনয় করেছিলেন পদ্মনাভ।

Advertisment

নাটকের কথা জিজ্ঞাসা করতেই কমলেশ্বর বলেন, "অনেকগুলো ছবিতে এর আগে পদ্মর (পদ্মনাভ) সঙ্গে কাজ করেছি, ও তো ভীষণ ভাল অভিনেতা। আমরা একসঙ্গে নাটকের দলে কাজ করতাম একটা সময়। প্লে হাউজ নাটকে ওর অভিনয় মুগ্ধ করার মতো।" তিনি জানালেন, এই নাটকটা বেছে নেওয়ার কারণ হল, "আমাদের সমকালীন যে সমস্যা, একটা মানুষের ওপরে ওঠার স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে ঠিকই কিন্তু সেই সময়েই মানুষটার মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে। সেটা সামনে আনার এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে আমার।"

publive-image 'অবয়ব'-এর পর 'প্লে হাউজ' নাটকের পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়।

আরও পড়ুন: Ami Sirajer Begum TV Serial: ছোটপর্দায় সিরাজউদ্দৌলার কাহিনি বলবেন লুৎফুন্নেসা বেগম

নাটকের মুখ্য চরিত্র ও চিত্রনাট্যকার পদ্মনাভ বলেন, "নিজের অনুবাদ করা নাটকের চরিত্রটা সম্পর্কে অনেকটাই জানি, ফলত সুবিধে হয়েছে। বাকি লেয়ারগুলো কমল ঠিক করে দিচ্ছে।" নাটকটিকে সমকালীন করে তোলার ব্যাপারে তিনি জানান, "ডুরেনম্যাটের যে গল্পটা, সেটা সবসময়ের জন্য। সময়টা পাল্টে গিয়েছে হয়তো, কিন্তু তার ডাইমেনশনটা বেড়ে গিয়েছে। অনেকটা (আর্থার মিলারের) ডেথ অফ অ্যা সেলসম্যানের মতো। তবে আমি শেষ ভাগে গিয়ে মূল উপন্যাসটা থেকে একটু সরে এসেছি। কেননা নাটকের জন্য পরিবর্তনগুলো প্রয়োজন ছিল।"

ইতিমধ্যে একটি ইন হাউজ শো হয়ে গিয়েছে এই নাটকের। নাটকটির সঙ্গীত পরিচালনা করেছেন সুদীপ্ত ঘোষ। পদ্মনাভ ছাড়াও অভিনয়ে রয়েছেন অর্জুন দাশগুপ্ত, শ্রীদিপ চট্টোপাধ্যায়, কৌশিক চৌধুরী ও গৌতম পুরকায়স্থ। তাঁদের কাছে প্রশংসিত হওয়ার পর, ও নাট্য অনুরাগীদের অনুরোধে আজ, ২৮ অক্টোবর তপন থিয়েটারে পর পর দুটো শো করছে শৈলুষিক। বিকেল ৩ টে ও সন্ধ্যা ৬ টায় মঞ্চস্থ হবে 'প্লে হাউজ'।

kamaleswar mukharjee
Advertisment