গত শনিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কমলেশ্বর মুখোপাধ্যায়। টেস্ট করানোর পর ধরা পড়ে হার্টে ব্লকের কথা। দ্রুত চিকিৎসা শুরু হয়। স্টেন্ট বসানো হয় পরিচালকের হৃদযন্ত্রে। এদিকে কমলেশ্বরের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। কেমন আছেন এখন পরিচাবক, হাসপাতাল থেকেই বা কবে ছাড়া পাবেন? জানালেন নিজেই।
উল্লেখ্য, হার্টে স্টেন্ট বসানোর পর থেকেই ধীরে ধীরে সুস্থ হতে থাকেন কমলেশ্বর মুখোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়। আগামী দিনেও পরিচালককে কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানা গিয়েছে। কীরকম? ডাক্তারের পরামর্শ অনুযায়ী মদ্যপান, ধূমপান, পাঁঠার মাংস, তেল-ঝাল-মশলাযুক্ত খাবার পাতে একেবারেই নৈব নৈব চ! পাশাপাশি ফিট থাকতে ওজন ঝরানোর পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা।
<আরও পড়ুন: সংকটজনক রাজু শ্রীবাস্তব, দিল্লি পৌঁছলেন কমেডিয়ানের স্ত্রী>
হাসপাতাল থেকে কবে ছুটি পাচ্ছেন পরিচালক? শারীরিক পরিস্থিতি একেবারে ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর কিংবা বিকেলে ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। তবে এরপরই আগামী প্রজেক্টের কাজে হাত দেবেন কমলেশ্বর। রবনিসন স্ট্রিট-কাণ্ড নিয়ে যে ডক্যু-সিরিজ বানাচ্ছেন, তার একদিনের কাজ এখনও বাকি রয়েছে। সেই শুটিং সারবেন।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালেও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সেই সময়ও স্টেন্ট বসেছিল পরিচালকের বুকে। নয় বছর ভালই ছিলেন। তবে এবার দিন কয়েক আগে থেকেই শরীরে ব্যথা অনুভব করতেন। প্রথমটায় ক্লান্তি বলে এড়িয়ে গেলেও গত শনিবার বুকে ব্যথা শুরু হয়। তখনও জানা যে, দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন কমলেশ্বর। তবে এখন সুস্থ রয়েছেন পরিচালক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন