জঙ্গলমহল। বন্দুকধারীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তাই তো সিরিজের টিজারের শুরুতেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের সংলাপ- "এই দুনিয়ায় কেউ নিরীহ নয়। সবাই কোনও না কোনও পক্ষে লড়ছে…।" রক্ত-গোলাগুলি, রহস্য-রোমাঞ্চে মোড়া সিরিজের গল্প। 'রক্তপলাশ'-এর টিজারেই মিলল তার ইঙ্গিত। পরিচালনায় কমলেশ্বর।
Advertisment
জঙ্গলমহলের এক হোটেলে ঘুরতে গিয়ে বিপাকে পড়েন ৭ সভ্য সমাজের মানুষ। গহীন জঙ্গলের শান্তির ছায়ায় সময় কাটানোর মাঝেই তাঁরা এক অদ্ভূত খেলা শুরু করেন। আড্ডা-রসিকতার মাঝেই ব্যক্তিগত জীবনের অতীতের কিছু অজানা কথা ফাঁস করে ফেলেন। যার মাধ্যমে প্রত্যেকের মধ্যেই লুকিয়ে থাকা এক অন্য মানুষের অস্তিত্বের সন্ধান মেলে। কিন্তু হঠাৎ-ই গল্পের মোড় ঘোরে যখন এই মুখোশধারী তথাকথিত সভ্য সমাজের মানুষগুলো জঙ্গলমহলের চরমপন্থী দলের সম্মুখীন হন। উত্তপ্ত পরিস্থিতির সামলা দিতে ময়দানে নামে সামরিক বাহিনীও। ঘুরতে আসা ওই ৭জনকেই পণবন্দি করে চরমপন্থীরা। তারপর? সেখানেই গল্পের আসল টুইস্ট।
রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গলমহলের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গল্প ও চিত্রনাট্য সাজিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, উৎসব মুখোপাধ্যায়, রোজা পারমিতা দে, অসীম রায় চৌধুরি, মৌমিতা পণ্ডিত, শুভজিৎ কর, দীপঙ্কর মুখোপাধ্যায়, মৌসুমী দালাল, কোয়েল মিত্র, সুব্রত দাশগুপ্ত। এছাড়াও এক বিশেষ চরিত্রে দেখা যাবে পরিচালক কমলেশ্বরকে। এই সিরিজের দৌলতেই বহুদিন বাদে ফের শিলাজিৎকে দেখা যাবে পর্দায়।
ক্যামেরার দায়িত্বে টুবান। মিউজিক করেছেন শিবাশীষ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, টিজারেই দেখা গেল এই সিরিজের মিউজিকে সাঁওতালি প্রভাব রয়েছে। মে মাসে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ মুক্তি পাচ্ছে 'রক্তপলাশ'।
কী বলছেন পরিচালক কমলেশ্বর? "তাঁর মন্তব্য বর্তমান পরিস্থিতিতে একটা রাজনৈতিক গল্প শোনানো খুব দরকার ছিল দর্শককে। তাছাড়া, ওয়েবের দর্শকরা এইধরণের কন্টেন্ট দেখতে পছন্দ করেন।" পাশাপাশি 'রক্তপলাশ'-এর গোটা টিমকেই ধন্যাবাদ জানিয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন