Kamya-Vivian: বিগ বসের ঘরে কিছু না কিছু তো ঘটতেই থাকে। কখনও প্রতিযোগীদের মধ্যে ঝামেলা তো কখনও আবার বিবি হাউসে যেন একেবারে উৎসবের আমেজ। সম্প্রতি বিগ বস ১৮-এ উইকএন্ড কা ভার (Weekend Ka Vaar)-এ এন্ট্রি নিয়েছিলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কাম্যা পঞ্জাবি। সলমানের সঙ্গে স্টেজ শেয়ার করেছিলেন কাম্যা। সেখানে উপস্থিত ছিলেন ভিভিয়ান।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একসঙ্গে কাজ করতে গিয়েই তৈরি হয় তিক্ততা। কাম্যার কোনও কথায় খারাপ লাগে ভিভিয়ানের। তখনই তাঁর থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন ভিভিয়ান। বিগ বস ১৮-এ ভিভিয়ান তাঁদের সম্পর্কের কথা ফাঁস করে দেন। নেপথ্যে রয়েছে কাম্যর মন্তব্য। বিগ বসের ঘরে এসে ভিভিয়ানকে খোঁচা মেরে কাম্যা বলেন, একটা সময় মহাকালের ভক্ত ভিভিয়ান এখন নামাজ পড়েন।
কথার পৃষ্ঠে কথা বাড়তেই কাম্যার সঙ্গে সম্পর্ক ছেদের কথা বলেন ভিভিয়ান। অভিনেত্রী বিগ বসের ঘরে এসে সকলের সামনে বলেন, তিনি যে ভিভিয়ানকে চিনতেন আজকের সঙ্গে তাঁর কোনও মিল নেই। এই কথাটা মোটেই ভালভাবে নেননি তিনি। ভিভিয়ান পরে যখন অবিনাশ ও ঈশার সঙ্গে কাম্যকে নিয়ে কথা বলেন। কোনও কিছু রাখঢাক না রেখেই বলেন, একটা সময় কাম্যা তাঁকে চিনতেন। কিন্তু, এখন নিজেকে অনেক বদলে ফেলেছেন। এই মুহূর্তে সেটের বাইরে আর কোনও সম্পর্ক নেই।
টেলি মশালাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাম্যা জানান, চ্যানেলের তরফে তাঁকে ডাকা হয়েছিল। উদ্দেশ ছিল 'shake Vivian up'। অভিনেতার বাস্তবতা যাচাই করার জন্যই কাম্যকে উইকএন্ড কা ভার-এ ডাকা হয়েছিল। তিনি আরও বলেন, অবিনাশ তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট। তবুও অবিনাশ তাঁকে বারবার ম্যানুপুলেট করে গেম খেলেছেন। এরপর ভিভিয়ানকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার ধার্মিক দিকটি তুলে ধরেন। কাম্যা বলেন, অভিনেতা বরাবরই ধার্মিক।
অভিনেত্রী বলেন, 'সবসময়ই পূজাপাঠ করতেন। মহাকালে বিশ্বাসী ছিলেন। পণ্ডিতদের প্রতি ছিল অগাধ ভরসা। মানুষ সত্যিই বদলায়। আমিও সকল ধর্মে বিশ্বাসী। আমি নিজেও দু-একবার রোজা রেখেছি। উপোস করেছি। ভিভিয়ান ছিলেন শিব ভক্ত।' প্রসঙ্গত, নূরান আলিকে বিয়ের পর নামাজ পড়েন ভিভিয়ান। কাম্যার কথা শুনে সারা আরফিন খান বলেন, বাড়িতে রোজ পাঁচবার নামাজ পড়েন। স্ত্রীর জন্যই ধর্মান্তরিত হয়েছেন। কাম্য পালটা বলেন, 'প্রত্যেকের নিজস্ব পছন্দ রয়েছে। এটা ওদের ব্যক্তিগত সম্পর্ক। এই বিষয় আমি কোনও কথা বলব না। এটা সম্পূর্ণ ওদের দুজনের সিদ্ধান্ত।'