গতকাল, থেকে চর্চা দুটি বিষয়ে... প্রথম চন্দ্রযানের সফলতা। দ্বিতীয়, মমতা বন্দোপাধ্যায়ের মুখ ফস্কে রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলে দেওয়া। এই নিয়েই আলোচনা সমাজমাধ্যমে। কিন্তু, তাঁর থেকেও বড় কথা হল কাঞ্চনের একটি সিনেমাটিক ফুটেজ। বহুবছর আগে নির্মিত একটি ছবিতে কাঞ্চনের সংলাপের সঙ্গে যেন হুবহু মিলে গেল।
কিন্তু, ছবি নির্মাণের আগে কি ভবিষ্যতের আঁচ পেয়েছিলেন পরিচালক। সংবাদমাধ্যমের তরফে ফোন যেতেই তিনি বেশ হতচকিত। এতবছর, আগের একটি সিনেমা তাঁর সঙ্গে গতকালের বক্তব্যের এত মিল। পরিচালক যেন ভাবতেও পারছেন না যে এটাও কীভাবে সম্ভব! তথাকথিত, ২০০৯ সালের একটি ছবি তখন শাসনে বাম সরকার। যারা অভিনয় করেছিলেন তাদের অনেকেই ছিলেন শাসকদলের সমর্থক। পরিচালকের কথায়...
আরও পড়ুন - ‘দিদি বলেছে, চাঁদে যান রাকেশ রোশন!’, কাঞ্চনের ভিডিও ভাইরাল হতেই শোরগোল
"তখন যারা অভিনয় করেছিলেন তারা বেশিরভাগ বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন। যাদের অনেকেই দলীয় রং বদলেছেন"। কিন্তু ভবিষ্যতে এমন কিছু হবে এটা ভেবে তিনি এহেন সংলাপ রাখেননি বলেই জানিয়েছেন। উল্টে তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাইলাইট করেই বলেন...
"মুখ ফস্কে বের হয়ে যাওয়া খুব স্বাভাবিক। তবে, এটা নিয়ে হাসির খোরাক হবে কেন? উনার চারপাশে তো এত শিক্ষিত আধিকারিকরা, মানুষরা রয়েছেন তাঁরা কেন ওঁর ভুল শুধরে দেন না? বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে যায়। আশা করব, কেউ কোনসময় ওনার ভুলটা শুধরে দেবেন।" পরিচালক অনিন্দিতার কাছে ঘটনা খুব আশ্চর্য্যজনক। মানুষের ভুল হলে সেটাকে নিয়ে মজা না করে, কেন শুধরে দেবেন না...এমনটাই বক্তব্য তাঁর।