অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ বেশিরভাগ সময় আলোচনায় থাকেন তাদের নানা মন্তব্যের জন্য। কেউ কেউ তো তাঁকে এমনও বলেন, যে শ্রীময়ী নিজেই দায়ী কাঞ্চনের আগের বিয়ে ভাঙার ক্ষেত্রে। কিন্তু তাতে কী?
কাঞ্চনের বাড়িতে কালীপুজো আগেই হত। যদিও, মাঝ সময় কিছুদিনের জন্য সেই পুজো বন্ধ করে দেন বিধায়ক। কিন্তু, শ্রীময়ী সেই ব্যক্তি যিনি কাঞ্চনকে আবার করে মায়ের পুজো শুরু করার কথা বলেন। রাজিও হয়ে যান তিনি। ২০২১ সাল থেকে সেই পুজো আবারও শুরু করেন। তখনো কাজ সামলাতেন অভিনেত্রী নিজেই। এবার বিয়ের পর কাঞ্চন এবং শ্রীময়ী কালীপুজোর আয়োজন করেছেন, সেকথা নিজেই জানালেন অভিনেত্রী।
তাঁর কথায়, আগে পুজোর দিন খরাজদার বাড়িতে যেতাম। কাঞ্চন যেদিন থেকে পুজো শুরু করল, সেদিন থেকে ওকে সাহায্য করতে শুরু করলাম। এর আগে ছবি দিতাম না, কারণ অনেক আলোচনা সমালোচনা শুরু হত। কিন্তু এখন তো আর বাধা নেই।" এবার একদম সামনে থেকেই শ্রীময়ী সব দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে সঙ্গে ধনতেরাস উপলক্ষে মাতৃ প্রতিমার জন্য গয়নাও কিনবেন।
কিন্তু, এই পুজো একদিন বন্ধ কেন করে দিয়েছিলেন কাঞ্চন? তাঁর স্ত্রী শ্রীময়ী জানিয়েছেন, একবার কালীপুজোর রাতে কাঞ্চনের মায়ের গায়ে আগুন লেগে যায়। একারণেই অভিনেতা মায়ের পুজো বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু জোর করেন শ্রীময়ী। দুজনেই বেজায় ঈশ্বরে বিশ্বাসী। তাই, নিষ্ঠাভরে পুজো করেন। অভিনেত্রী জানিয়েছেন, এবার আড়ম্বর একদম বেশি না, কিন্তু নিয়ম রীতি মেনে পুজো হবে।
উল্লেখ্য, এবছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন কাঞ্চন এবং শ্রীময়ী। তারপর, তাঁদের নিয়ে সমালোচনা কম হয়নি। দুজনের বয়সের ফারাক নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু, সবকিছুই যেন তাঁদের ভালবাসার কাছে ফিকে। এবছর, কেমন আয়োজন করেন শ্রীময়ী, সেটাই দেখার।