Kanchan Mullick: 'খেলে তো তুমিই, আমি আর কই...', হানিমুনে গিয়েই শ্রীময়ীকে 'আদুরে' খোঁটা কাঞ্চনের!
Kanchan and Shreemoyi honeymoon video: Kanchan and Shreemoyi honeymoon video: অভিনেতা এবং তাঁর স্ত্রী বিয়ের এতমাস পরে, মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁদের বিয়ে নিয়ে যে আলোচনা হয়েছিল, তাঁর থেকে বেশি বিতর্ক হয়েছিল। কিন্তু এখানেই শেষ না। গতকাল শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে, যে ভুরিভোজের আয়োজন করেছিলেন তা ছিল দেখার মত। কিন্তু..
কাঞ্চন মল্লিক আবারও শিরোনামে। শুধু তাই নয়, তিনি তাঁর বউকে হানিমুনে নিয়ে গিয়ে এমন কিছু বললেন যাতে ফের বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ....
Advertisment
অভিনেতা এবং তাঁর স্ত্রী বিয়ের এতমাস পরে, মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁদের বিয়ে নিয়ে যে আলোচনা হয়েছিল, তাঁর থেকে বেশি বিতর্ক হয়েছিল। কিন্তু এখানেই শেষ না। গতকাল শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে, যে ভুরিভোজের আয়োজন করেছিলেন তা ছিল দেখার মত। কিন্তু..
তারপরের দিনই বউকে নিয়ে রওনা দিলেন তিনি। হানিমুনে বেরোলেন তাঁরা। আর এর ফাঁকেই অভিনেতাকে দেখা গেল, বাচ্চা বউকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন তিনি। কাঞ্চন, ব্যাঙ্গালোর বিমান বন্দরে বিজনেস লাউঞ্জে বসে থাকার পাশাপাশি, সেখানকার ভিডিও শেয়ার করলেন। দুজনেই পড়েছেন সাদা রঙের পোশাক।
Advertisment
শ্রীময়ীর ভিডিওতে দেখা যাচ্ছে, কাঞ্চন পাউরুটিতে মাখন লাগাচ্ছেন। শুধু তাই নয়, বউকে বলতে শোনা গেল, আর কত খাবে তুমি? কিন্তু না! কাঞ্চন যে অনেক খেয়েছেন সেকথা মানতে তিনি নারাজ। বরং বললেন, "আমি আর কই খেলাম। খেলে তো তুমিই। সেকথা বলো একবার।"
উল্লেখ্য, বছরে প্রায় ২০ বছরের বড় কাঞ্চন। তাঁদের বিয়ে নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। কেউ কেউ এমনও বলেছিলেন, পয়সার লোভে বিয়ে করেছেন শ্রীময়ী। তারপর, আবার এমন কথা উঠেছিল, কাঞ্চনের চরিত্রের ঠিক নেই। তিন নম্বর বিয়ে করার পরেও, কাঞ্চন যে উচ্ছাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, তাতে চোখ বাঁকিয়েছিলেন অনেকেই।