Advertisment
Presenting Partner
Desktop GIF

Kanchan Sreemoyee: নতুন বছরে সঙ্গ দিচ্ছে মেয়ে, কৃষভির প্রথম ঝলক দেখালেন কাঞ্চন এবং শ্রীময়ী....

Kanchan and shreemoyi: অভিনেত্রী সপরিবারে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। কাঞ্চনের ক্যামেরায় তাঁকে বলতে শোনা গেল, নতুন বছর নতুন করে শুরু হোক...

author-image
Anurupa Chakraborty
New Update
sreemoyee-kanchan

মেয়েকে নিয়ে নতুন বছরের শুরুতে কাঞ্চন-শ্রীময়ী Photograph: (Instagram)

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ, দুজনেই গতবছর নানা কারণে আলোচনায় ছিলেন। এক তো ফেব্রুয়ারি মাসে বিয়ে, এবং দ্বিতীয়, তাঁদের সন্তানের জন্য। সুতরাং, গতবছর বিতর্ক তাঁদের পিছু ছাড়েনি। আর এবছর... শুরু হতেই তাঁদের দেখা গেল নিতু সদস্যটির ফার্স্ট ঝলক দেখাতে।

Advertisment

অভিনেত্রী প্রথম থেকেই তাঁর মেয়েকে নিয়ে নানা মন্তব্য শেয়ার করেছেন। এমনকি মা হওয়ার পর, কেমন যত্ন পেলেন বরের কাছ থেকে সেই বিষয়েই ভিডিও শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। আর আজ নতুন বছরের প্রথম দিনে তাঁর খুদে একরত্তি মেয়ের প্রথম ঝলক দেখালেন প্রকাশ্যে। তাঁর পরনে গোলাপী রঙের পোশাক, এবং মাথায় গোলাপী রঙের একটা বিনি, মায়ের কোলে দিব্যি রয়েছে সে।

অভিনেত্রী সপরিবারে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। কাঞ্চনের ক্যামেরায় তাঁকে বলতে শোনা গেল, নতুন বছর নতুন করে শুরু হোক, আপনাদের সকলের ভাল কাটুক আজকের দিন। এদিকে, কাঞ্চন মেয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। মেয়েকে কোলে নিয়ে শ্রী, আর কাঞ্চন সেই ছবির ক্যাপশনে লিখছেন...

Advertisment

আমাদের পক্ষ থেকে সকলকে জানাই, ইংরেজি নতুন বছরের অনেক আন্তরিক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভাল কাটুক। যদিও বা কৃষভি অর্থাৎ তাঁদের মেয়েকে সকলের সামনে তাঁরা আনেননি। যদিও বা তাঁরা জানিয়েছিলেন, যে দার্জিলিঙে গিয়ে মেয়েকে নিয়ে তাঁরা দিব্যি মজা করেছেন।

সেভাবে বাইরে ঘুরতে না গেলেও হোটেলে বসেই সে নানা ধরণের পশমের পোশাক পরে আনন্দ করেছে। আর আজও ছোট্ট সাইজের কৃষভিকে নিয়ে তারা মজা করতে ব্যস্ত। এমনকি শ্রীকে এমনও বলতে শোনা গেল, "যে মেয়ে তো বলতে পারছে না, ও খুব ছোট এখন, তাই আমাদের কোম্পানি দিচ্ছে এখন।"

tollywood sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news Tollywood Actress
Advertisment