Advertisment
Presenting Partner
Desktop GIF

Kanchan-Sreemoyi: হাসপাতালের বেডে শুয়ে শ্রীময়ী, সোহাগে-আদরে ভরিয়ে দিলেন কাঞ্চন

Kanchan and Shreemoyi: দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন কাঞ্চন। এর আগে পুত্র সন্তান, এর পর কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। আহ্লাদে আটখাণা এখন কাঞ্চন। অভিনেত্রী শ্রীময়ী এখন কেমন আছেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kancha shree

Kanchan-Sreemoyi: হাসপাতালের বিছানা থেকেই কী প্রতিক্রিয়া নতুন বাবা-মায়ের?

বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সমস্ত রীতি নীতি মেনে আনন্দে উল্লাসে বিয়ে করেছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। সেই বিয়ে যেন উৎসবের মত ছিল। সমস্ত অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে নাচ গান, সব মিলিয়ে সমাজ মাধ্যমে তাক লাগিয়েছিলেন কাঞ্চন।

Advertisment

তবে, এবার তাঁদের জীবনে নতুন সংযোজন। মেয়ে হয়েছে তাঁদের। তাঁর নাম রেখেছেন কৃশভি। দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন কাঞ্চন। এর আগে পুত্র সন্তান, এর পর কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। আহ্লাদে আটখাণা এখন কাঞ্চন। অভিনেত্রী শ্রীময়ী এখন কেমন আছেন?

গতকাল মেয়ের জন্মের পর, নিজের প্রেগন্যান্সির গল্প লিখেছিলেন। নয় মাস তিনি ঠিক কীভাবে এক ছোট্ট প্রাণকে বুঝলেন, সেই কথাই লিখেছিলেন। আর গতকাল তিনি হাসপাতাল থেকে শেয়ার করলেন এক ছবি। কাঞ্চন এবং শ্রীর দুজনেরই বাবা মা হওয়ার পর ঠিক কেমন অনুভূতি, সেই নিয়েই একটি ভিডিও বুমেরাং পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন  -    Sreemoyi Chattoraj: নয় মাসের দীর্ঘ শারীরিক উত্থান-পতন, মেয়ের জন্মের পরেই মাতৃত্বের অনুভূতির কথা লিখলেন শ্রীময়ী...

শ্রীময়ী শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। সেখানেই কাঞ্চন এবং তিনি মুখে পাউট করে একটি ভিডিও শেয়ার করলেন। শ্রীময়ীকে দেখে বোঝা যাচ্ছে বেশ ভালই রয়েছেন তিনি। শারীরিক কিছু উত্থান পতন থাকলেও, এখন তিনি যে সুস্থ সেটা বোঝা যাচ্ছে।

গতকাল তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন, যাতে লেখা ছিল, উল্লেখ্য, "এটা একটা দীর্ঘ যাত্রা... ৯ মাসের যাত্রা। অনেক মানসিক এবং শারীরিক উত্থান-পতনের যাত্রা। এমন একটা যাত্রা যেখানে একটি ছোট জীবন আমার শরীরের মধ্যে বড় হয়ে উঠছিল, হাত পা ছুরছিল। এটি এমন একটি সুখ যা অনুভব না করলে বোঝা যায় না... অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে, আমার দেবদূত এসেছে এবং তাকে দেখে আমি বুঝতে পেরেছি প্রতিটি ব্যথা, প্রতিটি আবেগ তার আগমন সার্থক।"

sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news tollywood Tollywood Actress
Advertisment