Kanchan-Shreemoyee: 'তুমি যে সৎ এবং দায়িত্ববান...', কাঞ্চনের জীবনে বড় পরিবর্তন, স্বামীর সততা নিয়ে কী বলছেন শ্রীময়ী?

Shreemoyi-Kanchan: স্বামীর নতুন শুরুতে কাঞ্চন ঘরণী শ্রীময়ী আনন্দে আত্মহারা। আহ্লাদে গদগদ অভিনেত্রী, স্বামীর বলিউডের ছবি নিয়ে যেন চূড়ান্ত গর্ববোধ করছেন...

Shreemoyi-Kanchan: স্বামীর নতুন শুরুতে কাঞ্চন ঘরণী শ্রীময়ী আনন্দে আত্মহারা। আহ্লাদে গদগদ অভিনেত্রী, স্বামীর বলিউডের ছবি নিয়ে যেন চূড়ান্ত গর্ববোধ করছেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
shree1

 
কাঞ্চনকে নিয়ে কলকাতায় এসে কার্তিক আরিয়ান প্রশংসা ব্যতীত আর কিছুই বলেননি। কাঞ্চন, কতটা শক্তিশালী অভিনেতা সেকথাই বারবার জানিয়েছিলেন রূহবাবা। এমনকি, এও বলেছিলেন, তিনি যে কোনও চরিত্রে প্রাণ ঢেলে দিতে পারেন।

Advertisment

আর এবার, স্বামীর নতুন শুরুতে কাঞ্চন ঘরণী শ্রীময়ী আনন্দে আত্মহারা। আহ্লাদে গদগদ অভিনেত্রী, স্বামীর বলিউডের ছবি নিয়ে যেন চূড়ান্ত গর্ববোধ করছেন। কাঞ্চনকে নিয়ে এমনিও সবসময় মিষ্টি ভাষাই বলে থাকেন তিনি। শুধু তাই নয়, তাঁর বরকে নিয়ে কিছু বললেও শ্রীময়ী যথেষ্ট উত্তর দেন।

আর আজ যখন, কাঞ্চন বলিপাড়ার বুকে পা রাখতে চলেছেন, তখন দেখা যাচ্ছে শ্রীময়ীর আনন্দের শেষ নেই। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন.... "তোমার জন্য আমার খুব গর্ব হয় আমার ভালবাসা।" কাঞ্চন কেন এই চরিত্র এবং এত ভালবাসা পাচ্ছেন সেকথা পরিষ্কার করলেন শ্রীময়ী। তিনি আরও লিখছেন....

"তুমি এটা ডিজার্ভ করো, কারণ তুমি খুব সৎ এবং নিজের কাজের প্রতি দায়িত্ববান। তুমি যেটা করো, মন দিয়ে কর। এবং তুমি ভীষণ বড় মনের মানুষ। সেকারণেই তুমি যে যেটা দাবি রাখে তাঁকে সেই সম্মানটা দাও। সে ছোট হোক বা বড়, তাঁকে তুমি সেই জায়গাটা দাও, তাই আজকে এটা তুমি পেলে। তোমায় অনেক ভালবাসা।"

Advertisment

উল্লেখ্য, কাঞ্চন বহুদিন ধরে মানুষের মনোরঞ্জন করে আসছেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি দারুণ জনপ্রিয়। কিন্তু, তাঁর শেষ বিয়ের পর থেকেই যেন আলোচনায় রয়েছেন তিনি। এটা তবে তাঁর তৃতীয় বিয়ে। যারপর থেকেই আলোচনার থেকে বেশি সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে।

 

tollywood Kanchan Mullick Tollywood Television star sreemoyee chattoraj tollywood news Tollywood Actress