/indian-express-bangla/media/media_files/2025/06/02/zkBw0vlJsKEY9XP8OSWl.jpg)
মেয়েকে নিয়ে যা সিদ্ধান্ত নিলেন অভিনেতা...
Kanchan Mullick on Daughter Krishvi: কথায় বলে তারকাদের সব বড় বড় ব্যাপার। কারণ? তারকারা নিজেদের জীবন নিয়ে সবসময়ই দর্শকদের সামনে এমন কিছু তুলে ধরেন যে নয়তো ছিঃ ছিঃ বলতে হয়, নয়তো বা ক্যা বাত! তারকারা নিজেদের কেরিয়ারের দিক তো বটেই, সন্তানদের দিকেও সব খবর জানাতে কার্পন্য করেন না। অন্যদিকে, যদি সেই তারকা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী হন, তাহলে তো আর কোনও কোথায় নেই। বরং, তাঁরা নিজেদের জীবনের সব সত্যিই সকলের সামনে তুলে ধরেছেন।
এবার জামাই ষষ্ঠী উপলক্ষেও খোশমেজাজে দেখা গেল তাঁদের। সকলে মিলে তাঁরা বাংলার এই বিশেষ দিন উদযাপন করলেন। তবে, একটু খেয়াল করলে দেখা যাবে, মেয়ের বাবা কাঞ্চন কিন্তু বেশ ভয়ে আছেন আসন্ন সময় নিয়ে। মেয়ের বাবারা এমনিও তাঁদের নিয়ে বেশ আতঙ্কে থাকেন। এমনকি, তাঁদের পরবর্তীকালে বিয়ে দিতে হবে একথা চিন্তা করেই তাঁদের ঘুম আসে না। প্রথমে এক ছেলের বাবা ছিলেন তিনি। পরে, কৃষভির জন্মের পর তিনি এখন এক কন্যা সন্তানের পিতাও বটে। তাই মেয়েকে নিয়ে সবসময় এক চিন্তা।
গতকাল জামাই ষষ্ঠী চলাকালীন দেখা যায়, কাঞ্চন তাঁর পুঁচকে মেয়েকে একটু আলুভাজা খাইয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাবা হিসেবে তাঁর এক অন্য ভয়। শ্রীময়ী মজা করেই বলেন, আমার মেয়ে এতটাই ছোট যে ওর জামাই নেই। আমার বিশিষ্ট কন্যা সন্তানের জামাই নেই। এবং কাঞ্চন বলেছে, কোনওদিন আসবে না। কিন্তু কাঞ্চনের কথায়, তাঁদের পরিবারটা পুরোটাই মেয়েদের পরিবার। এই পরিবারে শুধুই মেয়েরা আছেন। কিন্তু শ্রীময়ী কাঞ্চনের মনের কথাটা সাফ বলে দিলেন।
তাঁর কথায়, "কাঞ্চন বলেছে ও ওর মেয়েকে ছাড়বে না। আমি তো অবাক। আমি বললাম, তাহলে আমি যে অন্যের মেয়ে হয়ে এলাম তোমার বাড়ি। কিন্তু, ওর কথা হল যে ওর বাড়ি, মেয়ে এখানে এসে থাকুক। মেয়েকে ছাড়া যাবে না।" যতই হোক, মেয়ের বাবা তো। অভিনেতা স্বতঃস্ফূর্ত কন্ঠে সাফ বলেন, "আসলে মেয়েরা খুব প্রিয় একটা বিষয়। তাঁদেরকে ছাড়া খুব কঠিন।"