শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক - দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন রাখঢাক করেন না। উল্টে দুজনেই সমাজ মাধ্যমে কিছু না কিছু করতেই থাকেন। এমনকি দেখা যায়, এখন দুজনের প্রেম আরও বেড়েছে। আজও যে ভিডিও পোস্ট করেছেন।
সমাজ মাধ্যমে তাঁরা বেজায় সক্রিয়। কিছু না কিছু সমাজ মাধ্যমে পোস্ট করতেই থাকেন। আজও ব্যতিক্রম না। ফেব্রুয়ারি মাসে বিয়ের ২১ দিনের মাথায় তিনি জানতে পারেন যে মা হতে চলেছেন তিনি। শুধু তাই নয়, জীবনের এই নতুন অধ্যায় যেভাবে সম্পূর্ন করছেন তারা সেটা যেমন বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি করেছে ঠিক সেরকম তাঁরা সম্পূর্ন বিষয়টা তাঁরা যেভাবে সামলাচ্ছেন সেটিও দারুণ।
আজ, সমাজ মাধ্যমে একটি পোস্ট তারা শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বউয়ের কত কেয়ার করছেন তিনি। যদিও, এমন দৃশ্য আগেও দেখা গিয়েছে। সন্তান হওয়ার পর তিনি যখন হাসপাতালে তখন, তাঁকে দেখা গিয়েছিল স্ত্রীর ছিল বেঁধে দেওয়া থেকে তাঁকে খাইয়ে দেওয়া সবটাই করেছিলেন। আর এবারও ঠিক সেটাই দেখা যাচ্ছে।
অভিনেতাকে দেখা গেল বউয়ের চুল শুকিয়ে দিচ্ছেন। এই শীতের দিনে অবেলায় স্নান করেছেন শ্রীময়ী, তাই এটুকু তো হতেই পারত। বরের কাছ থেকে তিনি এতটা আদর এবং ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। শ্রী তাঁর বরকে জিজ্ঞেস করলেন... তুমি কি করছ গো? আর কাঞ্চন! ভালবেসে তিনি উত্তর দিলেন, এই যে বউয়ের চুল শুকিয়ে দিচ্ছি। সেখানে, অভিনেত্রী বললেন, যাক বাবা! আমার কপাল ভাল যে আমার বর আমার চুল শুকিয়ে দিচ্ছে। কিন্তু তারপর কাঞ্চন যা বললেন...
মধ্যরাতে বউয়ের ভেজা চুল শুকিয়ে দিলেন কাঞ্চন, তারপর? ভিডিও সৌজন্যে: Sreemoyee Chattoraj Mullick
Posted by ieBangla on Monday, December 16, 2024
অভিনেতার কথায়, "একটা সময় চাকরি করতাম। পার্লারে চার পাঁচবছর চাকরি করেছি। তো, এসব জানি। কিন্তু, তাতে কী? অন্যের বউয়ের চুল তো আর শোকাচ্ছি না। নিজের বউয়ের চুল শোকাচ্ছি না।" সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।