Kanchan Mullick: আলুর পকোড়া বানাচ্ছেন 'শেফ' কাঞ্চন, আচমকা কেঁদে উঠল ছোট্ট কৃষিভ! শ্রীময়ী বললেন...

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: রান্নাঘরে গরমাগরম আলুর পকোড়া বানাচ্ছেন কাঞ্চন মল্লিক। সেই মুহূর্তের ভিডিও বানাচ্ছিলেন শ্রীময়ী। আচমকা কৃষিভির কান্না শুনে কী বলছেন কাঞ্চন পত্নী?

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: রান্নাঘরে গরমাগরম আলুর পকোড়া বানাচ্ছেন কাঞ্চন মল্লিক। সেই মুহূর্তের ভিডিও বানাচ্ছিলেন শ্রীময়ী। আচমকা কৃষিভির কান্না শুনে কী বলছেন কাঞ্চন পত্নী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

আলুর পকোড়া বানাচ্ছেন 'শেফ' কাঞ্চন মল্লিক

Kanchan Mullick Making Aloo Pakora: সিনেমার পর্দায় দর্শককে হাসাতে যেমন পারদর্শী তেমনই আবার গৃহকর্মেও 'সুপারম্যান'। তিনি নান আদার দ্যান বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। কমেডি চরিত্রে তাঁর জুড়ি মেলা ভার। বাড়ির সদস্যদের মুখেও হাসি ফোটাতে কোনও ত্রুটি রাখেন না। সোশ্যাল মিডিয়ায় সেইরকমই এক দৃষ্টান্ত খাঁড়া করলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী।

Advertisment

 রান্নাঘর থেকে ক্যামেরাবন্দি হলেন অভিনেতা। মন দিয়ে আলুর পকোড়া বানাচ্ছিলেন আর ঠিক সেই সময় মোবাইল হাতে হাজির শ্রীময়ী। শাশুড়ি মায়ের সঙ্গে কী ভাবে পাকা রাধুনির মতো রান্না করছেন সেই দৃশ্যটাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা পত্নী। ক্যাপশনে মজা করে শ্রময়ী লিখেছেন, রান্না করছে মিস্টার মল্লিক।

শাশুড়ি মায়েকর থেকেই আলুর পকোড়া বানানো শিখেছেন। আর ফোনের ওপারে ভিডিও কলে কাঞ্চনের রান্না দেখছেন শ্রীময়ীর দিদি। মল্লিকবাড়ির রান্নাঘরে সেই মুহূর্তে ঠিক কী কী হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ ব্যাখা করেছেন শ্রীময়ী। রান্নার মাঝে ভিডিও করলে মনোযোগ নষ্ট হয় কাঞ্চনের। তাই বউ যখন মিষ্টি করে ক্যামেরার দিকে তাকাতে বলছেন তখন এই উত্তর দেন 'শেফ' কাঞ্চন মল্লিক।

Advertisment

এই পর্যন্ত তো সব ঠিকই ছিল। হঠাৎ কৃষভির কান্না! শ্রময়ী মজা করে বলেন, বাবা রান্না করছে সেই আনন্দ কৃষভি কাঁদছে। রক্তবীজ ২-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন। বাড়ি ফিরে তিনি একেবারে পারফেক্ট ফ্যামিলি ম্যান। সে কথা অবশ্য একাধিকবার স্বীকার করেছেন শ্রীময়ী। কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেতা। 

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শ্রীময়ী। জীবনের সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে শ্বশুর-জামাই পাশাপাশি বসে পান্তা খাচ্ছিলেন। পান্তা ভাতের সঙ্গে পাতে ছিল কাঁচা পোস্ত বাটা, ছাঁচি পেঁয়াজ, ডালের বড়া, শুকনো লঙ্কা দিয়ে আলুভাজা। দোসর কাঞ্চনের স্পেশাল রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে বানানো টক জল। লেবুর রস ভাতে মাখানোর পর খোসাটা জলে ভিজিয়ে রাখেন। সেটা দিয়ে আবার ভাতটা মাখিয়ে খান অভিনেতা। গরমে পেট ঠান্ডা রাখতে ও সুস্থ থাকতে সকলকে পান্তা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। 

Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Film Kanchan Mullick sreemoyee chattoraj Bengali Film Industry