/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/kanchan_1886de.jpg)
Kanchan Tollywood- কাঞ্চনের ইচ্ছেটা কী?
সদ্য বিয়ে করলেন কাঞ্চন। নতুন সংসার পাতলেন। যদিও বা বিয়ের অভিজ্ঞতা তাঁর জন্য একেবারেই নতুন না। এর আগেও দুইবার বিয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু কাঞ্চন বরাবরই বেশ ঠোঁটকাটা।
ইন্ডাস্ট্রিতে রয়েছেন বহুদিন। এত অভিনেতার সঙ্গে কাজ করেছেন। তাঁর নানা ধরনের অভিনয় মন কেড়েছে বেশিরভাগ সময়। কিন্তু, মাঝরাত্রে দরজা খুলে কাকে দেখার ইচ্ছে আজও রয়েছে তার? এমন একজনকে দেখতে চান যাকে দেখে হুঁশ হারান বেশিরভাগ। রাত্রিবেলা একা একা কার সঙ্গে দেখা করতে চান? শাশ্বতকে তিনি জবাব দিয়েছিলেন প্রকাশ্যেই।
অন্ধকার রাতে, বাড়িতে কেউ নেই এমন সময় কাকে দরজা খুলে দেখতে চাওয়ার ইচ্ছে রয়েছে কাঞ্চনের। যদিও, যখন তিনি উত্তর দিয়েছিলেন, তখন আগের স্ত্রী পিঙ্কির সঙ্গেই বিবাহ বন্ধনে ছিলেন। শাশ্বত জিজ্ঞেস করেছিলেন রাত বিরেতে বাড়িতে কেউ নেই। কলিংবেল বাজাচ্ছে কেউ। দরজা খুলে কাকে দেখতে চান তিনি? দুটো অপশন, মল্লিকা শেরাওয়াত নাকি সানি লিওনি।
কাঞ্চন আমতা আমতা করলেন। দীর্ঘনিশ্বাস ফেললেন। চোখ মুখে খিঁচে উত্তর দিলেন সানি লিওনি। দরজার ওপারে সানি, বাস! বলেই হেসে দিলেন তিনি। আর এরপর শাশ্বত দিলেন ব্রহ্মাস্ত্র। সোজা বললেন, ঠিক আছে! নিয়ে নে তুই...যদিও এরপরই আবার শুরু হয় হাসাহাসি। কিন্তু, সবটাই হয় বেশ মজার ছলে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের ১০ তারিখ পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ঠিক তাঁর এক মাস হতে না হতেই ১৪ই ফেব্রুয়ারি ফের একবার শ্রীময়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কানাঘুষো খবর, ৬ই মার্চ তারা সামাজিক ভাবে বিয়ে করবেন।