Kartik Aryaan on Kanchan Mullick: সহ-অভিনেতা কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ, কলকাতায় 'ভুলভুলাইয়া ৩'-এর প্রচার এসে কী বললেন কার্তিক?

Kanchan Mullick - Kartik Aryaan: সবসময়, বিতর্ক লেগেই থাকে তাঁকে নিয়ে। শহরে এসেই অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সহ অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।

Kanchan Mullick - Kartik Aryaan: সবসময়, বিতর্ক লেগেই থাকে তাঁকে নিয়ে। শহরে এসেই অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সহ অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Kanchan Mullick kartik aryaan

Kartik Praises Kanchan: কলকাতায় এসেই কাঞ্চনকে নিয়ে কী বললেন কার্তিক? ( এক্সপ্রেস ছবি : কার্তিক আরিয়ান - শশী ঘোষ )

কলকাতায় শুটিং হয়েছে আর প্রমোশন হবে না? একেবারেই সেটা সম্ভব না। তাই তো নিজের নতুন ছবির প্রচারে শহরে এলেন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। সঙ্গী কাঞ্চন ল্লিক। আর মাত্র দুদিন পরেই রিলিজ ভুল ভুলাইয়া ৩। 

Advertisment

এই ছবির একদম প্রথম ভাগে ছিলেন বিদ্যা। কিন্তু, দ্বিতীয়ভাগে সটান না বলে দিয়েছিলেন। সেই ছবির সাফল্যের পর, এবার আবারও একবার তিনি থাকছেন এই ছবিতে। সঙ্গে অবশ্য মাধুরী দীক্ষিত নিজেও রয়েছেন। আর শহরে এসেই অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সহ অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। 

কাঞ্চনকে দেখা যাবে এই বিগ বাজেট বলিউড ছবিতে। তাই, আজ যখন বাংলার বুকে এসেছেন, তখন বাংলার অভিনেতাকে নিয়ে কথা বলবেন না এমনটা হয়? কাঞ্চন, যিনি এখন আলোচনার শীর্ষে, তাঁকে নিয়ে রুহবাবা কার্তিক বললেন...

"কাঞ্চনের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। একজন শক্তিশালী অভিনেতা উনি। যেকোনও জায়গায়, চরিত্রে প্রাণ ঢেলে দিতে পারেন। খুব বেশি দৃশ্য নেই, কিন্তু যেকটা দৃশ্য রয়েছে, খুব বড় মাপের দৃশ্য।" কাঞ্চন, নিজেও যেন এই ছবিতে কাজ করতে পেরে আপ্লুত। অভিনেতা জানিয়েছেন, এতবছর হয়ে গেলেও অন্য ভাষার ছবিতে কাজ করতে গেলে আজও বুক কাঁপে। 

Advertisment

উল্লেখ্য, আজই হয়তো শেষ প্রমোশন। ১ তারিখ ছবি রিলিজ করছে তাঁদের। বিদ্যা এবং কার্তিক একসঙ্গে ধরা দিলেন কালো রংয়ের পোশাকে। এবার যে, মনজুলিকা এবং রুহ বাবা জুটি অদ্ভুত কিছু করতে চলেছে, সেকথা অনেকেই বুঝতে পারছেন। তবে, মাধুরী দীক্ষিতের উপস্থিতি আদৌ কামাল করে কিনা, সেটাও দেখার। 

Kartik aryaan

যদিও বা, একথা অজানা নয় যে ভুল ভুলাইয়া প্রথম ছবি যেমন হিট, তেমনই ভুল ভুলাইয়া ২ মরুসম বলিউডে ব্যবসা করেছিল দারুণ। আশা দেখিয়েছিল অনেকটাই। এবার, ৩ নং ছবি। কার্তিকের বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরী। 

Kartik Aaryan bollywood Bhool Bhulaiyaa 2 Kanchan Mullick