Advertisment
Presenting Partner
Desktop GIF

Kanchan Mullick-Shreemoyi Chattoraj: 'তোর ত্যাগ আমি সারাজীবন মনে রাখব...', বউ শ্রীময়ীর জন্মদিনে কৃতজ্ঞতার ঝড় তুললেন কাঞ্চন...

Kanchan Mullick for Shreemoyi: কাঞ্চনের জীবনের সবকিছুই পাল্টে দিয়েছেন শ্রীময়ী। তাঁদের বিয়ের পর থেকেই রীতিমতো বরের পাশে দাঁড়িয়েছেন তিনি সবসময়। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে যোগ্য জবাব পর্যন্ত দিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kanchan mullick, shreemoyi chattoraj, kanchan shreemoyi, Kanchan mullick news, Kanchan mullick updates, Kanchan mullick Tollywood, Kanchan and shreemoyi, Tollywood news

Kanchan and shreemoyi- বউকে নিয়ে কী লিখলেন কাঞ্চন?

তাঁদের বিয়ের পর থেকেই আলোচনা ছিল তুঙ্গে। শুধু তাই নয়, কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের পর থেকে নানা বিতর্ক শুরু হয়। কিন্তু আজ নতুন বউয়ের জন্মদিনে কাঞ্চন যা যা বললেন...

Advertisment

লন্ডনে দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ের পর প্রথমবার একসঙ্গে জন্মদিন পালন করলেন। বউয়ের উদ্দেশ্যে কাঞ্চন এমন কয়েকটা মিষ্টি শব্দ উল্লেখ করলেন যাতে, বেশ চমকে যেতে হয়। শ্রীময়ীকে নিয়ে কাঞ্চন লিখলেন..

কাঞ্চনের জীবনের সবকিছুই পাল্টে দিয়েছেন শ্রীময়ী। তাঁদের বিয়ের পর থেকেই রীতিমতো বরের পাশে দাঁড়িয়েছেন তিনি সবসময়। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে যোগ্য জবাব পর্যন্ত দিয়েছেন। তাই, বউয়ের বিশেষ দিনে তিনি লিখলেন...

"শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক, আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো, আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ,, হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।"

বয়সের ফারাক প্রায় ২০ বছর। তাও বিয়ের পর বেশ সুখে শান্তিতে রয়েছেন তারা। নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন তাঁরা।

tollywood sreemoyee chattoraj Kanchan Mullick Entertainment News
Advertisment