/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/kanchan2.jpg)
kanchan-sreemoyi: শ্রীময়ীর হলটা কী?
শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন মল্লিক সদ্য হানিমুন কাটিয়ে ফিরেছেন। তাঁদের হানিমুনের ছবি দেখে চোখ বাঁকিয়ে ছিলেন সকলে। কিন্তু তাতে কি আসে যায়? অভিনেত্রী, জলে নেমে যা জলকেলি করেছেন, সেই দৃশ্য দেখে হতবাক সকলেই।
ওদিকে, কাঞ্চন নিজেও কম যান না। তিনিও, বউকে জড়িয়ে ধরে দিব্যি মজেছিলেন। কিন্তু, ঘুরে এসেই এমন খবর শোনালেন যে, অভিনেত্রীর মাকে বাড়িতে আসতে হল। শুধু তাই নয়, মেয়ের হয়ে রীতিমতো কাজ করতে হচ্ছে তাঁকে। আর সেই খবর শেয়ার করলেন, শ্রীময়ী নিজেই। তাঁকে হাসির ছলেই কথা বলতে শোনা গেল।
শ্রীময়ীর শরীর ভাল না। তাঁর দেখভাল করতে বাড়িতে এলেন মা। তাহলে কি সুখবর শোনালেন অভিনেত্রী? জানালেন, ঘুরে এসেই শরীর ভাল নেই। আমারও না, কাঞ্চনেরও না। সেই কারণেই, তাঁরা বাড়িতে মা এসেছেন। শ্রীময়ী ভিডিও করে শেয়ার করেছেন...
দেখা যাচ্ছে তাঁর মা রান্নাঘরে বসে কাজ করছেন। শ্রীময়ী বলছেন, "আমার আর কাঞ্চনের শরীর ভাল না। তাই মা এসেছে। এই যে রাধাবল্লভী, আলুর দম আর মালপোয়া। আমাদের খুব জ্বর। আর জ্বরের চোটে রুচি নেই। ব্যাস! এইজন্য মা রান্না করছে।"
আরও পড়ুন - Akshay Kumar: ‘আমি তো মা লক্ষ্মীর ঘোড়া…’, অক্ষয় কুমারের গভীর মন্তব্যে চাঞ্চল্য!
উল্লেখ্য, কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ের পর থেকেই আলোচনায়। তাঁদের মধ্যে ২৬ বছরের গ্যাপ। সেই নিয়ে শোরগোল কম হয়নি। কেউ কেউ এমন বলেছিলেন, কাঞ্চনের তৃতীয় বিয়ে এটি। সেখানে, শ্রীময়ী কী দেখলেন? আবার কেউ কেউ এও দেখে অবাক হয়েছিলেন যে তিন নম্বর বিয়েতে কেউ এত খুশি হতে পারেন। চূড়ান্ত নেচেছিলেন কাঞ্চন। বিয়ের পরেও বউকে জড়িয়ে ধরে তাঁর নাচ ভাইরাল হয়েছিল।
বিয়ের পর থেকেই নানা ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করে বিতর্ক সৃষ্টি করেন তিনি। তাছাড়া তাঁদের মন্তব্য তো রয়েছেই। তাঁদের বিছানার গল্প থেকে ব্যক্তিগত আলোচনা সবই তুলে ধরেন প্রকাশ্যে। আর এবার তো হানিমুনের নানা ছবিও ভাইরাল।