/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kan1.jpg)
Kanchan-Shreemoyi: নতুন বরকে নিয়ে সুখে আছেন শ্রীময়ী ছবি- ইনস্টা
Kanchan-Shreemoyi Reception: কাঞ্চন মল্লিক ( Kanchan Mullick ) এবং শ্রীময়ী চট্টরাজ ( Shreemoyi Chattoraj ) বিয়ে করেছেন গত ২ই মার্চ। কাছের বন্ধুদের এবং পরিবারের উপস্থিতিতে তাঁরা বিয়ে সেরেছেন। সেদিন যা কাণ্ড করেছেন তাঁরা বিয়ের আসরে, সেসব মুহূর্ত দেখে চোখ কপালে বাকিদের।
কখনও বিয়ের আসরে শ্রীময়ী তাঁর বরকে কোলে তুলে ঘুরছেন। আবার কখনও গান গাইছেন সম্প্রদান চলাকালীন। আজকে তাঁদের রিসেপশন। জানা যাচ্ছে, অনেক তারকারাই আজকে উপস্থিত থাকবেন। কিন্তু, বৌভাতের দিন নতুন কী উপহার একে অপরকে তাঁরা দিতে চলেছেন?
গতকাল ঘরোয়া বৌভাতের মধ্যে দিয়েই সব আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই কাঞ্চনের নয়নের মণি সে। অভিনেত্রী সংবাদ মাধ্যমে এও জানিয়েছিলেন, বর তাঁকে কোনও কাজ করতে দিচ্ছেন না। বরং তাঁর দিকে নাকি সারাক্ষন তাকিয়ে রয়েছেন।
আরও পড়ুন - Kanchan-Shreemoyi: বিয়ের পর আর তর সইছে না, কাঞ্চনের ‘মুড’ এসে গেল বাসর রাতেই!
৫৩ এবং ২৬ এর দুই তারকার এই প্রেম এবং বিয়ে অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। কিন্তু, সবকিছুকেই নজর-আন্দাজ করে তাঁরা বিয়ে সেরেছেন। আজকে নাকি বিশেষ উপহার দিতে চলেছেন দুজন দুজনকে! সেটা কী? শ্রীময়ীর কথায়, আজকে সকলের সামনে তাঁরা আংটি বদল করবেন। প্লাটিনামের আংটি একে অপরকে পড়িয়ে দেবেন।
উল্লেখ্য, বিগত ১৪ই ফেব্রুয়ারি কাঞ্চন এবং শ্রীময়ী আইনিভাবে বিয়ে করেন। আর জানুয়ারি মাসের ১০ তারিখ পিঙ্কির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। দোষ বছরের ছেলেকে ফেলে কীভাবে নতুন সংসার পাতেন তিনি সেই নিয়েও নানা কথাত সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু, তাঁর কোনও পরোয়া নয়। বরং, যেমন নিজের বিয়েতে তিনি আনন্দ করেছেন তেমনই চর্চায়ও কিন্তু রয়েছেন।