Advertisment

Kanchan Mullick: রিসেপশনে সাংবাদিক-গাড়িচালকদের 'প্রবেশ নিষেধ'! বিতর্ক বাড়তেই কী সাফাই কাঞ্চন-শ্রীময়ীর?

Kanchan and Shreemoyi reception: দায় ঝেড়ে ফেলতে চাইলেন কাঞ্চন! নাকি? সব জেনে বুঝেই সাফাই গাইলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kanchan Mullick and Sreemoyi Chattoraj

দায় ঝেড়ে ফেলতে চাইছেন তাঁরা? ছবি-সংগৃহীত

Kanchan Mullick-Shreemoyi Chattoraj: কাঞ্চন মল্লিক এবং তাঁর দীর্ঘদিনের প্রেয়সী শ্রীময়ীর রিসেপশন নিয়ে যেন যত কান্ড কলকাতায়! বিশেষ করে, সাংবাদিক - ড্রাইভার এবং সিকিওরিটিদের প্রবেশ নিষেধ, এমন একটি মন্তব্যের কার্ড ভেন্যুর বাইরে নজরে আসতেই বেশি গোলমাল।

Advertisment

কাঞ্চনের ( Kanchan Mullick ) তিন নম্বর বিয়ে, কিন্তু শ্রীময়ীর ( Shreemoyi Chattoraj ) প্রথম। ফলে, প্রতিটা নিয়ম মেনে বুঝেই তারা বিয়ে করেছেন। অভিনেতা এবং তাঁর স্ত্রী যা আনন্দ করেছেন, তাতে বাঁকা চোখে তাকিয়েছেন অনেকেই। আর তারমধ্যে, এই বিবাদ! মানুষকে মানুষ বলে গণ্য করেন নি জনপ্রতিনিধি কাঞ্চন! কিন্তু, তাঁর ভাষায় এসব কিছুই নাকি তিনি জানতেন না। তাঁর অজান্তেই হয়েছে এহেন গন্ডগোল।

অভিনেতা আরও জানিয়েছেন, তাঁর বিয়ের রিসেপশনে অনেকে ড্রাইভার এসেছিলেন, সিকিওরিটিরাও খেয়েছেন দেয়েছেন। নিজের চোখে সেইসব দেখেছেন তিনি। কাঞ্চন কি তবে, বিপদ আন্দাজ করেই সাফাই গাইলেন? কী বললেন তিনি?

আরও পড়ুন - Sreelekha Mitra: সাংবাদিকদের প্রবেশ রুখতে সীমা ছাড়ালেন কাঞ্চন-শ্রীময়ী! ইংরেজদের মত আচরণ? শ্রীলেখা বললেন, ‘ক্লাস ম্যাটার্স’

ঠআমাদের নিমন্ত্রণপত্রে একেবারেই লেখা ছিল না, প্রেস, ড্রাইভার, সিকিওরিটি গার্ডদের কেউ আসতে পারবেন না। ড্রাইভার, সিকিওরিটি গার্ডরা এসেছেন। প্রতিটা ভেন্যুর কিছু নিজস্ব নির্দেশ থাকে। এখানে এই নির্দেশ ছিল, যাতে অপরিচিত কেউ ঢুকে না পড়েন। একজন ইউটিউবার আমার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েও স্টোরি করেছেন। অনেক ক্ষেত্রেই সিকিওরিটি নিয়ে প্রশ্ন থাকে। সেই কারণে প্রাইভেট হলে, প্রেস, ড্রাইভার বা সিকিওরিটি ক্ষেত্রে কর্মরত অপরিচিত কারও ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তবে এই লাইন আমি নিজে লিখিনি। এরকম লেখা হচ্ছে সেটা আমি দেখিওনি। কাউকে অপমান করাও লক্ষ্য নয়। কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে অকারণে টার্গেট করা হচ্ছে।

শ্রীময়ী নিজেও এই বিষয়ে নিজের মতামত রেখেছেন। নববধূর কথায়, "আমরা এটা করিনি। আমাদের কাছে সাংবাদিক থেকে ড্রাইভার সকলেই মানুষ। কাউকে ছোট করা হয়নি। দ্বিতীয়ত চেয়েছিলাম, যাতে একটু প্রাইভেসি বজায় থাকে। ভুয়ো পরিচয় দিয়ে অনেকে ঢুকতেই পারে। সেসব বিবেচনা করে এসব করা হয়েছে। আমরা হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তাঁরা কীভাবে পরিচালনা করেছেন আমি জানি না।"

প্রসঙ্গত, গত কয়েকবছর ধরেই কাঞ্চন এবং শ্রীময়ী সম্পর্কে রয়েছেন। শুরুতে অস্বীকার করলেও প্রাক্তন পিঙ্কি প্রথম থেকেই বিষয়টি নিয়ে, বেশ উচ্চবাচ্য করেছিলেন। উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি তিনি শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে করেন। আর ২রা মার্চ বিয়ে করেন সামাজিকভাবে।

tollywood sreemoyee chattoraj Kanchan Mullick Entertainment News
Advertisment