Kanchan-Pinki: কাঞ্চনের বিয়ের পরেই দম্পতিকে 'সাধুবাদ' পিঙ্কির, বাবার তৃতীয় স্ত্রীর সম্পর্কে জানে ছেলে ওশ?

Kanchan Shreemoyi wedding: প্রাক্তন স্বামীর বিয়ের পরেই মুখ খুললেন অভিনেত্রী। কোনটা সত্যি? জানালেন প্রকাশ্যে...

Kanchan Shreemoyi wedding: প্রাক্তন স্বামীর বিয়ের পরেই মুখ খুললেন অভিনেত্রী। কোনটা সত্যি? জানালেন প্রকাশ্যে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kanchan mulliick, pinki banerjee

Kanchan Mullick- কী বললেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি? ছবি-ইনস্টা

কাঞ্চন এবং শ্রীময়ী... দুজনের আইনি বিয়ের পর থেকেই আলোচনা তুঙ্গে। অবশেষে পিঙ্কির সঙ্গে দীর্ঘদিন আলাদা থাকার পর বিচ্ছেদ হয়েছে তাদের। এবং কাঞ্চন, আর সময় নষ্ট না করে সেরে ফেলেছেন আসল কাজ। আইনি সম্মতি দিয়েছেন সম্পর্ককে।

Advertisment

কিন্তু তাঁর এই তৃতীয় বিয়ের পর প্রাক্তন পিঙ্কির কী বক্তব্য? অভিনেত্রী বরাবরই কাঞ্চনের এই সম্পর্কের কথা বলে এসেছেন। বিচ্ছেদের পর জানিয়েছিলেন, ছেলে ওশ তাঁর কাছেই থাকবেন। শুধু তাই না, আইনি সূত্রে কাঞ্চন দেখা করতে পারবেন ছেলের সঙ্গে। প্রাক্তন স্বামীর তৃতীয় বিয়ে দেখার পর কী বললেন পিঙ্কি?

পিঙ্কির বক্তব্য :-

গত ১৪ই ফেব্রুয়ারি ভালবাসার বিশেষ দিনে আইনি বিয়ে করেছেন তারা। শ্রীময়ী জানিয়েছেন, রেজিস্ট্রির আগে অবধি তিনি জানতেন না যে বিয়ে করছেন। পিঙ্কি বললেন, "আড়াই বছর ধরে একটা অশান্তির মধ্যে জীবন কাটিয়েছি। এখন, আমি আর আমার ছেলে অনেক ভাল আছি। কাঞ্চনের সঙ্গে এখন আমাদের সম্পর্ক নেই। বরং, যেটা সত্যি সেটাকেই ওরা স্বীকৃতি দিয়েছে এবং তাড়াতাড়ি দিয়েছে এই স্বীকৃতি। ওরা নিজেদের মতো ভাল থাকুক।"

Advertisment

আরও পড়ুন - Kanchan-Shreemoyi: ‘তুমি শুধুই আমার…’, কাঞ্চনের ভালবাসায় মনে-পেটে কাতুকুতু! সকলের সামনে স্বীকারোক্তি শ্রীময়ীর…

পিঙ্কি এমনও জানিয়েছেন, ছেলে ওশ জানেন সবটাই। আইনি মতে সে এখন মায়ের কাছেই থাকে। শুধু তাই নয়, ছেলে নিজেই নাকি মায়ের কাস্টডি চেয়েছে। এখন, সবটাই খুব শান্তিতে। পিঙ্কি বলেন, "আমার ছেলের সব দায়িত্ব পালন করা আমার কর্তব্য। ও আমার সঙ্গে থাকতে চায়। আর, তাছাড়া ওদের বিয়ের ছবি আমি দেখেছি।"

প্রসঙ্গত, আগামী ৬ই মার্চ নাকি কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ে করছেন। যদিও, কাঞ্চনের কথায় বিয়ে নিয়ে সেভাবে তাঁর কোনও বক্তব্য নেই। কিন্তু যেহেতু শ্রীময়ী একেবারেই অল্প বয়সী। তাই, তাঁর এসব স্বপ্ন রয়েছে। এবং রীতি মেনেই এক হবেন তারা। মেনুতে থাকবে বাঙালিয়ানা মিশে থাকা বেশ কিছু খাবার।

tollywood Entertainment News Kanchan Mullick sreemoyee chattoraj