Advertisment
Presenting Partner
Desktop GIF

Shreemoyi Chattoraj: ভেজা গায়ে উষ্ণতা ছড়ালেন নতুন বউ শ্রীময়ী, কাঞ্চন নাকি বশীকরণ জানেন?

Kanchan Shreemoyi: শ্রীময়ী কাঞ্চনের বিয়ের অধ্যায় কেমন চলছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shreemoyi chattoraj, kanchan mullick, sgreemoyi kanchan

shreemoyi-kanchan: বিয়ের পরে কোথায় গেলেন কাঞ্চন-শ্রীময়ী? ছবি-ইনস্টা

Shreemoyi Chattoraj: বিয়ের পর থেকেই কটাক্ষ। কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে নানা লোকে নানা কথা বলছেন। বছর ২৭ এর শ্রীময়ী বিয়ের পর থেকেই রয়েছেন বেশিরভাগের নজরে। তবে এবার...

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এখন যেকোনও বিষয়েই বেশ কিছু বিশেষণ ব্যাবহার করা হয়। তাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। দুজনের বয়সের ফারাক দেখে যায় যায় অবস্থা বেশিরভাগের। কিন্তু তাতে কি? সংসারে যে দুজন মানুষ থাকবেন তাদের ভালবাসা বজায় থাকলেই হয়। দুজনে জানিয়েছিলেন, সামনে যেহেতু নির্বাচন তাই বর্তমানে তারা আর হানিমুনে যাবেন না। বরং একেবারে পরে পাহাড়ে ঘুরতে যাবেন।

কিন্তু শেষ কিছুদিন ধরেই কাঞ্চন ( Kanchan Mullick ) এবং শ্রীময়ীর একান্ত আপন সময়ের ছবি প্রকাশ্যে। নতুন বউ শ্রীময়ী ভেজা গায়ে উষ্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ফের কটু কথা। খোলা চুল, হালকা ঠান্ডা আমেজে এমন ছবি আপলোড করতেই হাসি আর ধরছে না বাকিদের। এই ছবি তুলে দিয়েছেন বর কাঞ্চন নিজেই। কিন্তু কমেন্ট বাক্সে?

আরও পড়ুন - Shreemoyi Chattoraj: দু- দুটো বিয়ে স্বামীর! দুর্নামের পর কাঞ্চনই এনে দিলেন সুনাম, বাড়িতে কী অবস্থা শ্রীময়ীর?

কেউ বললেন, এত রূপ দেখিয়ে কী হবে? সেই তো বুড়োকে বিয়ে করেছেন। আবার কেউ বললেন, কাঞ্চন মনে হয় বশীকরণ জানে। আবার কারওর কথায়, যে হারে ডিভোর্সের পরই আপনারা বিয়ে করলেন। মনে হচ্ছে, সামনের বছরই সুখবর। কিন্তু, মিশ্র প্রতিক্রিয়া সবসময় বিদ্যমান। কেউ কেউ আবার শ্রীময়ীর রূপের প্রশংসা করতেও ভুললেন না।

প্রসঙ্গত, অভিনেতা কাঞ্চন এর আগে পিঙ্কির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একটি সন্তান পর্যন্ত রয়েছে। পিঙ্কি, জানিয়েছিলেন কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের ছবি তিনি দেখেছেন। এমনকি ছেলেও এই সম্পর্কে জানে। গত, ১০ই জানুয়ারি তাঁর আইনি বিচ্ছেদ হয়েছে। আর ১৪ই ফেব্রুয়ারি ভালবাসার দিনে তিনি নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

tollywood sreemoyee chattoraj Kanchan Mullick Entertainment News
Advertisment