/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Snapinsta.app_428618807_18320783857190566_2018282094412951748_n_1080.jpg)
Kanchan-Shreemoyi: কাঞ্চনকে নিয়ে কী বললেন শ্রীময়ী?
Kanchan Mullick-Shreemoyi Chattoraj: কাঞ্চন এবং শ্রীময়ী, আগামী ৬ই মার্চ তারা বিয়ে করতে চলেছেন সামাজিকভাবে। অভিনেত্রী, নিজের দুনিয়াতেই মত্ত। আইনি বিয়ে করে ফেলেছেন দুজনে। হাতে মাত্র আরকিছুদিন। কিন্তু...
বিয়ের পর থেকেই তারা যে ধরনের মন্তব্য শুনছেন সেগুলি আদৌ তাঁর গায়ে লাগে? একেই কাঞ্চন প্রায় বছর ২৩ এর বড়। সেই নিয়েও আলোচনার শেষ নেই। দুজনের সম্পর্ক নিয়ে নানা জলঘোলা হচ্ছে। কিন্তু তাতে কী? শ্রীময়ী কাঞ্চনের বিয়েতে উপস্থিত থাকবে না মিডিয়াও। কাঞ্চনের নাকি এমনই নির্দেশ। আর, এবার তিনি যা বললেন...
কাঞ্চন এবং তাঁকে নিয়ে যে মন্তব্য, সেগুলো গায়ে লাগে নাকি না? প্রসঙ্গেই অভিনেত্রীর কথায়... "কানে নি না। সত্যিই কথা বলতে গেলে এখন আর গায়ে লাগে না। এটা আপনাদের আফসোস।" কাঞ্চনের সঙ্গে তাঁর বিয়ে দেখে আফসোস হচ্ছে বাকিদের? অভিনেত্রী এখানেই শেষ না। তারপর আরও বললেন...
আরও পড়ুন - Kanchan-Shreemoyi: ৫৩-তেও কাঞ্চনকে ‘গরম’ লাগে! বাবার মতো কাউকেই বিয়ে করতে চেয়েছিলেন শ্রীময়ী
"আচ্ছা, দেখুন আপনাদের যেটা ভাল লাগে সেটাই করুন। আমার তো বিয়ে হয়ে গিয়েছে। তাই এখন, আমায় উল্টোপাল্টা কথা বলে গালাগাল করে তো কোনও লাভ নেই। আমার কিছুই যায় আসে না। বরং আপনাদের এতে আয়ুক্ষয় হয়। তাই যারা যারা বিয়ে করেননি, তারা বিয়ে করে ফেলুন। যারা প্রেমে আছেন তারা প্রেমে থাকুন। আর যারা সিঙ্গেল থাকতে চান তারা সেটাই থাকুন।"
উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি কাঞ্চন এবং শ্রীময়ী বিয়ে করেছেন আইনিভাবে। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তার এই সিদ্ধান্ত। কাঞ্চনের যদিও বা এটি ৩ নম্বর বিয়ে। কিন্তু শ্রীময়ীর প্রথম বিয়ে। ফলে, স্বপ্নপূরণের ইচ্ছে তো থাকেই। তাই, নিয়ম মেনে এবার সবকিছুই হবে।