Advertisment
Presenting Partner
Desktop GIF

Sudipta Chakraborty slammed Kanchan Mullick: সরকারি বেতন তুলে ডাক্তারদের কটাক্ষ, কার অনুপ্রেরণায় বিবেক বুদ্ধি হারালেন কাঞ্চন? বন্ধুকে ত্যাগ দিলেন সুদীপ্তা

kanchan mullick slammed by actress sudipta chakraborty: ডাক্তারদের বেতন তুলে কটাক্ষ করেছিলেন কাঞ্চন। বলেছিলেন, যারা সরকারের বিরুদ্ধে বলছেন তারা পুজোর বেতন-বোনাস ফেরাবেন না তো? এরপরই তাঁকে তুলোধোনা সুদীপ্তার...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Sudipta slammed kanchan

Kanchn Mullick Slammed by Sudipta: কাঞ্চনকে কী বললেন সুদীপ্তা?

গতকাল আন্দোলনের অন্য রূপ দেখেছে তিলোত্তমা। মেয়েদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চেয়ে, তারকারাও পাশে নেমেছিলেন। ঠিক অন্যদিকে তখনই  কাঞ্চন মল্লিক বেফাঁস মন্তব্য করে বসে আছেন।

Advertisment

অভিনেতা আরজিকর কান্ডের প্রতিবাদে কোন্নগরের মহিলা তৃণমূল ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি এমন কিছু প্রশ্ন তুললেন, যাদের চমকে যেতে হয়। অপরাধীদের শাস্তি প্রার্থনার পাশাপাশি তিনি, যে বা যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখলেন। কাঞ্চন শাস্তি দাবী করে বলেন, "এটা জঘন্যতম অপরাধ। দোষীদের এমন শাস্তি হোক যেন মানুষ অপরাধ করতে দশবার ভাবে।" 

কিন্তু তার পাশাপাশি তিনি এমনও জানালেন, যে মিছিল মিটিং জমায়েতে সমস্ত করে অপরাধ এবং বিচারের অভিমুখ ক্রমশই ঘুরে যাবে। সঠিক বিচার হবেনা। কাঞ্চন বললেন, মিছিলে নাম করেছে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি অশান্তি তৈরি হয়েছে, এগুলোর কোন দরকার ছিল? নাকি এগুলো করলে দোষীরা শাস্তি পাবে? পাশাপাশি তিই আন্দোলনরত ডাক্তারদের উদ্দেশ্যে এও বলেন,  "যে সকল চিকিৎসকরা আন্দোলনরত, আপনারা আন্দোলন করুন। কিন্তু কোনদিনও ভেবে দেখেছেন যে রোগীরা কি অপরাধ করেছে? আপনারা চিকিৎসকরা আমাদের কাছে ভগবান। এমন কাজ করবেন না যাতে ডাক্তারকে ভগবান বলতে গেলে আবার ভাবতে হয়।"

এক সময়ের বন্ধু/সহকর্মী Kanchan Mullick, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণা র লকারে চোখ,কান,মাথা,মনুষ্যত্ব,...

Posted by Sudipta Chakraborty on Sunday, September 1, 2024

কিন্তু এরপরই শুরু হয় বিবাদ। যেখানে গোটা রাজ্য-দেশ আন্দোলন করছে, সেখানে কাঞ্চন এসব বলে বিতর্ক উস্কে দিয়েছেন। আর তার এই মন্তব্যের পরেই বহুদিনের পুরনো বন্ধু সুদীপ্তা তাঁকে ত্যাগ করলেন। শুধু তাই নয়, একজনের অনুপ্রেরণায় যে কাঞ্চন সব খুইয়েছেন সেটাও দাবি করলেন সুদীপ্তা। 

কী বক্তব্য অভিনেত্রীর?

অভিনেত্রী বলছেন, এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক,  তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ,কান,মাথা,মনুষ্যত্ব, বিবেক,বুদ্ধি,বিবেচনা,শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবি টা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবি টা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে। কিন্তু এতদিনের পুরনো বন্ধুকে কথাগুলো ফোন করেও ত বলতে পারতেন? তাহলে সমাজ মাধ্যমে কেন এমন করলেন? তিনি জবাবে বললেন... 

"কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়ত, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু মিডিয়াকে বললি, আমিও তাই সোশ্যাল মিডিয়াতেই লিখলাম।" এখানেই শেষ না। সরকারি বেতন কটাক্ষের নিরিখেই এবার কাঞ্চন রোষানলে। এক জুনিয়র ডাক্তার লিখেছেন, একটা কথা, আমরা যারা আন্দোলন করছি, আমরা সরকারের থেকে বেতন পাই, স্টাইপেন না। সুদীপ্তা এই মন্তব্য শেয়ার করেই লিখলেন... "উত্তরপাড়ার বিধায়ক এর জন্য একটু হোমওয়র্ক দিলাম।" 

Sudipta Chakraborty Kanchan Mullick RG Kar Medical College
Advertisment