scorecardresearch

শ্রীময়ী-কাঞ্চনের প্রেমে ‘ধুনো’, রং খেললেন জুটিতে, ‘পর্দা’-ই ফাঁস করল রহস্য!

মুখে কুলুপ আঁটলেও ঢাকা গেল না সত্যিটা…

Kanchan Mullick, Sreemoyee Chattoraj, Kanchan Sreemoyee, Tollywood news, Kanchan Sreemoyee Holi, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন শ্রীময়ী, টলিউডের খবর
একসঙ্গে দোল খেললেন কাঞ্চন-শ্রীময়ী

বছর দেড়েক ধরেই টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন- প্রেম করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। কখনও লাল শাড়ি, ধুতি পাঞ্জাবিতে ধরা পড়েছেন জুটি। আবার কখনও বা দুর্গাপুজো, কালীপুজোয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। টলিপাড়ার অন্দরে দুই তারকার প্রেম নিয়ে জল্পনা-গুঞ্জনের অন্ত নেই! তবে প্রকাশ্যে কোনওদিনই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কাঞ্চন-শ্রীময়ী। তবে দোলের দিনই ফাঁস হল পর্দা!

আসলে বাড়ির দোল খেলার বেশ কয়েকটা ছবি শেয়ার করেছিলেন কাঞ্চন। বিধায়ক-অভিনেতার বাড়ির রাধা-কৃষ্ণ বিগ্রহ থেকে ঠাকুর ঘরের সাজগোজ সবই ধরা পড়েছে সেসব ছবিতে। অন্যদিকে শ্রীময়ীর শেয়ার করা ছবিতেও দেখা গেল সেই একই ঠাকুরঘর। এমনকী যে ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন কাঞ্চন, সেই একই জায়গায় দেখা গেল শ্রীময়ীর ছবিও। দুই তারকার ছবি দেখেই দুয়ে দুয়ে চার করল নেটিজেনরা।

প্রসঙ্গত, সম্প্রতি কাঞ্চন যখন লন্ডনে শুট করতে গিয়েছিলেন, তখন লন্ডনে বেড়াতে গিয়েছিলেন শ্রীময়ীও। তবে একফ্রেমে যদিও ধরা দেননি তাঁরা। তবে এত্তসব রাখঢাক করেও শেষরক্ষা আর হল না। অনুরাগীদের কাছে ধরা পড়ে গেলেন কাঞ্চন-শ্রীময়ী।

প্রসঙ্গত, এর আগে কাঞ্চনের বাড়ির কালীপুজোয় সমস্ত দায়িত্ব নিতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কোনও অস্তিত্বই নেই বিধায়ক-অভিনেতার জীবনে। আদালতে বিচ্ছেদের মামলা-মোকদ্দমাও ঝুলছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kanchan mullick sreemoyee chattoraj played holi together