scorecardresearch

বড় খবর

কাজ ছিল না ১ বছর! এবার ‘কাঞ্চনদা’কে সঙ্গে নিয়েই সিরিয়ালে ফিরছেন ‘বান্ধবী’ শ্রীময়ী

টলিপাড়ায় নতুন খবর!

Kanchan Mullick, sreemoyee chattoraj, Kanchan sreemoyee, Bengali television news, Bengali serials, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ, কাঞ্চন শ্রীময়ী, টলিউডের খবর, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশনের খবর
নতুন সিরিয়ালে কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টোরাজ

এক বছর হাতে কোনও কাজ ছিল না শ্রীময়ী চট্টোরাজের। কাঞ্চন মল্লিকের বান্ধবী। তবে বিধায়ক-অভিনেতার নাম ভাঙিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে চাননি বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। জানুয়ারি মাসেই সংবাদমাধ্যমকে একথা জানান শ্রীময়ী। আর মাস ঘুরতে না ঘুরতেই টলিপাড়ায় নতুন খবর!

একসঙ্গে কাজ করছেন জুটি। ‘কাঞ্চনদা’কে সঙ্গে নিয়েই সিরিয়ালের সেটে ফিরলেন ‘বান্ধবী’ শ্রীময়ী চট্টোরাজ। প্রথমবার একসঙ্গে দেখা যাবে কাঞ্চন-শ্রীময়ীকে। সেই সিরিয়ালের নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। আর তাঁর সঙ্গী হবেন কাঞ্চন মল্লিক।

জানা গিয়েছে, সেই ধারাবাহিকের শুটিং নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিকে কাঞ্চন-শ্রীময়ীর কেউই তাঁদের এই নতুন কাজ নিয়ে কথা বলতে নারাজ। সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, “এখনই কিছু বলতে পারব না। সময় হলেই সবটা জানাব।”

[আরও পড়ুন: ‘এরা শুধু ঘেউ ঘেউ করে, কামড়ায় না!..’ ‘পাঠান’ বয়কট গ্যাং, গেরুয়া-ধারীদের সপাট চড় প্রকাশ রাজের]

প্রসঙ্গত, শেষবার শ্রীময়ীকে দেখা গিয়েছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালে। বর্তমানে আইনি নিয়ে পড়াশোনায় ব্যস্ত তিনি। তবে কাঞ্চন মল্লিকের প্রিয় পাত্রী হওয়ার সুবাদে মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকলেও ছোটপর্দায় তাঁর এমন দীর্ঘ অনুপস্থিতি অনেকের মনেই কৌতূহল জাগিয়েছিল। সেই প্রেক্ষিতেই গত মাসে, শ্রীময়ী জানিয়েছিলেন, ১ বছর ধরে কাজ পাচ্ছেন না তিনি। তবে নেপথ্যের কারণ জানতেন না। এমনকী এও বলেছিলেন যে, কাঞ্চন মল্লিকের নাম নিয়ে কখনও কাজ চাননি। অনেকদিন থেকেই বিধায়ক-অভিনেতার সঙ্গে তাঁর ভাল সম্পর্ক। তখনও কোনওদিন কারও নাম খাটিয়ে কাজ পেতে হয়নি। এবার সেই ‘কাঞ্চনদা’র হাত ধরেই নতুন সিরিয়ালের সেটে প্রত্যাবর্তন করলেন শ্রীময়ী চট্টোরাজ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kanchan mullick sreemoyee chattoraj to act together in a new serial