/indian-express-bangla/media/media_files/2025/05/06/P2M2YEhm38hgV2q6wsfQ.jpg)
চেনেন এই অভিনেতাকে? Photograph: (Instagram)
/indian-express-bangla/media/media_files/2025/05/06/I4Btf1EwnB1dCssxEu7U.jpg)
ভীষণ পাতলা গড়নের একজন মানুষ, যার চেহারা নিয়ে সবসময় মানুষ কটু কথা বলে এসেছেন। বলা উচিত, যাঁর অভিনয় দক্ষতা এবং হাসানোর প্রয়াসকে ছাপিয়ে গিয়েছে কেবল ব্যক্তিগত কিছু বিষয়, আজ তাঁরই জন্মদিন। ছবিঃ Instagram
/indian-express-bangla/media/media_files/2025/05/06/KPiiRzdZGR9166lsaBUm.jpg)
যদিও বা ছোট থেকে আর পাঁচজনের মতোই বড় হয়েছিলেন এই অভিনেতা। জীবনের নানা পর্যায়ে হারিয়েছেন কাছের মানুষকে। জীবনে বড় বড় দুর্ঘটনায় একের পর এক কাছের মানুষ হাত ছেড়েছেন তাঁর। কিন্তু, একজন কাছের মানুষ গিয়েছেন তো, আরেকজন হাত ধরেছেন। তবে, বর্তমানে তিনি ব্যক্তিগত কারণেই নানা আলোচনায় থাকেন। ছবিঃ Instagram
/indian-express-bangla/media/media_files/2025/05/06/x1lzEF1kIub2H4bLqAdg.jpg)
অন্যদিকে, খেয়াল করলে দেখা যাবে, তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন সপ্নসন্ধানি থিয়েটার গ্রুপ থেকে। সেখানেই তিনি নানা ধরনের কাজের অভিজ্ঞতা শিখেছেন। এমনকি, খেয়াল করলে দেখা যাবে এই মানুষটির অভিনয় দেখে হাসেননি এমন মানুষ খুব কম আছেন। ছবিঃ Instagram
/indian-express-bangla/media/media_files/2025/05/06/k0rXJM3gwF3lcUbwqXIv.jpg)
তাঁর অন্যতম কাজের মধ্যে জনতা এক্সপ্রেস উল্লেখ্য। আর এই তাঁর আজ জন্মদিন উপলক্ষে আজ বেশ কিছু ছবি শেয়ার করেছেন তাঁর ধর্মপত্নী। স্বামীকে মজার ছলে দুষ্টু বললেন তাঁর স্ত্রী। লিখলেন, বেশ কিছু কথা। এমনিও তিনি স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। যখনই সুযোগ পান তখনই তাঁকে নিয়ে নানা কথা বলেন। ছবিঃ Instagram
/indian-express-bangla/media/media_files/2025/05/06/cWodPbwurBlavm1mD8X3.jpg)
প্রসঙ্গে কাঞ্চন মল্লিক। তাঁকে নিয়ে তাঁর স্ত্রী বলছেন..শুভ জন্মদিন আমার দুষ্টু কাঞ্চন। তোমার জীবনের বেশিরভাগ সময় তুমি নিজের সম্পর্কে না ভেবে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছ। কখনও পুত্র হিসাবে, কখনও স্বামী হিসাবে, কখনও কখনও বাবা হিসাবে, তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর তোমার সমস্ত ইচ্ছা পূরণ করুন যা আপনি এখনও পাননি। ছবিঃ Instagram
/indian-express-bangla/media/media_files/2025/05/06/YeYp9I0wbJ4P30lKTzhb.webp)
একরত্তি মেয়েকে নিয়ে কয়েকদিন আগেই মুখেভাতের অনুষ্ঠান করেছেন তাঁরা। বাবার মেয়ে বলে কথা, শ্রীময়ি বলছেন, কৃষভি এবং আমি যে কোনও পরিস্থিতিতে সর্বদা তোমার পাশে থাকব। এইভাবে আমরা তোমাকে অনেক ভালবাসব এবং জ্বালাতন করব, দয়া করে আমাদের সহ্য করো এবং ক্ষমা করে দিও। ছবিঃ Instagram
/indian-express-bangla/media/media_files/2025/05/06/CCESF65MGTC1z35qkQfP.webp)
প্রসঙ্গে, কাঞ্চন এবং শ্রী একবছর আগে ফেব্রুয়ারি মাসে আইনি বিবাহের মাধ্যমে এক হন। তারপর থেকে নানা কিছু শুনতে হয়েছে তাদের। যদিও, কোনও মন্তব্য তাঁদের ভাঙতে পারেনি। ছবিঃ Instagram