/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kc.jpg)
Kanchan-Shreemoyi: কাঞ্চন-শ্রীময়ীর বিয়েতে ঠিক কী কী হল?
কাঞ্চন মল্লিক ( Kanchan Mullick ) এবং শ্রীময়ী চট্টরাজ ( Shreemoyi Chattoraj ) বিয়ে করেছেন দুই তারকা। আর কিছুদিন ধরেই তাদের বিয়ের নানা ভিডিও ভাইরাল। তাঁর থেকেও বড় কথা বাসর রাতে ঘটেছে নানা ঘটনা।
একেই বিধায়ক মশাই তারপর আবার নতুন বর, তাঁকে নিয়ে হাসাহাসি, রোমাঞ্চের শেষ নেই কনেপক্ষের। কেউ তাঁকে কোলে তুলছেন, আবার কেউ তাঁকে নাচাচ্ছেন। কিন্তু, বউয়ের প্রশ্ন শুনে যে তিনি এমন উত্তর দিতে পারেন, একথা কিন্তু না শুনলে বিশ্বাস যোগ্য নয়। বাসর ঘরে নাচ গান, খুব স্বাভাবিক বিষয়।
কিন্তু, কাঞ্চন যা করলেন, তাতে নজরে আসা খুব স্বাভাবিক। বউ ভিডিও করলেন। প্রকাশ্যে ক্যামেরায় শুধু এটুকু জিজ্ঞেস করলেন, যে কী হল? দিব্যি গানের সঙ্গে নাচছিলেন তিনি। কিন্তু, বউয়ের ক্যামেরা এবং প্রশ্ন শুনেই কাঞ্চন বললেন মুড এসে গিয়েছে। যদিও, কী এবং কীসের মুড সেকথা খোলসা করেননি তিনি।
আরও পড়ুন - Kanchan-Shreemoyi: ৫৩-তেও কাঞ্চনকে ‘গরম’ লাগে! বাবার মতো কাউকেই বিয়ে করতে চেয়েছিলেন শ্রীময়ী
আর তাঁর এই উত্তরেই হাজারো মন্তব্য। প্রশ্ন উঠছে তাঁর আচরণ এবং ভদ্রতা নিয়েও। এখানেই শেষ না। বিয়ের গায়ে হলুদের দিন, তিন নম্বর আঙ্গুল দেখিয়েও নজর কেড়েছিলেন তিনি। কিন্তু এখানেই শেষ না। অভিনেতা বিয়ের ছবি পোস্ট করে এও লিখেছিলেন, বন্ধু তোমার ভালবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপ্টে ধরে থেকো।