/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kan1.jpg)
Kanchan-Shreemoyi: নতুন বরকে নিয়ে সুখে আছেন শ্রীময়ী ছবি- ইনস্টা
Kanchan Mullick-Sreemoyi Chattoraj: কাঞ্চন শ্রিময়ীর বিয়ের পাশাপাশি তাঁদের ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। আর এবার তাঁদের অষ্টমঙ্গলার ভিডিও প্রকাশ্যে আসতেই যেন আরও হাসির খোরাক হলেন তারা।
কাঞ্চন যে তাঁর বউয়ের প্রতি অতিরিক্ত খেয়াল রাখছেন সেটা আগেই জানিয়েছিলেন তিনি। কোনও কাজ করতে দিচ্ছেন না, সারাক্ষণ নাকি বউয়ের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। আর এবার, বউকে দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারছেন না তিনি। তাই তো প্রকাশ্যে নিজের মনের কথা বললেন।
বিয়ের রেশ কিছুটা কেটেছে এখন। অষ্টমঙ্গলা পার হতে না হতেই অভিনেত্রী, যাচ্ছেন শশুরবাড়ি। সেই ভিডিও করেই শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। বরকে প্রকাশ্যে জিজ্ঞেস করলেন, "আমি এখন কোথায় যাচ্ছি?" আর কাঞ্চন, সোজা সাপটা উত্তর দিলেন, "এবার তুমি নিজের বাড়ি অর্থাৎ আমার বাড়ি যাচ্ছ।" এইখানেই গল্প শেষ নয়। কাঞ্চন নাকি বউয়ের রূপে মুগ্ধ। শ্রীময়ী জানালেন, বউয়ের ছবি তুলছেন বারবার।
অভিনেত্রী স্পষ্ট কথায় বললেন, "এই যে আমি সিঁদুর পরে বসে আছি, আর তুমি ১০০টা ছবি তুলছ এটা কেন?" নতুন বর, কাঞ্চনের ভাষায়, "তোমায় দেখতে ভাল্লাগছে তাই, তোমার ছবি তুলছি।"
প্রসঙ্গত, দুজনের বিয়ে যেদিন থেকে ঘোষণা হয়েছিল সেদিন থেকেই খারাপ ভাল নানা মন্তব্য শোনা গিয়েছিল। সেই বিষয়টা এখনও চলে আসছে। বিশেষ করে, দুজনের বয়সের গ্যাপ নিয়ে যে কথা উঠেছে, সেটিকেও নস্যাৎ করেছেন তারা। আর এদিকে, বিয়ে হতে না হতেই শ্রীময়ীর বক্তব্য, তাঁর জীবনটা হাত বাড়ালেই বন্ধুর মত। যেদিন ইচ্ছে হবে, বোচকা প্যাক করে নিয়ে আসবে।