Advertisment
Presenting Partner
Desktop GIF

বলিউডের সবচেয়ে বড় শিরোনাম ২০১৯, এক নজরে

Bollywood 2019: বলিউডে এই বছরটি ছিল ঘটনাবহুল। অনেক অভিনেতা-অভিনেত্রীই থেকেছেন সংবাদের শিরোনামে। ফিরে দেখা তেমনই কয়েকটি ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kangana Akshay Shahid Bollywood biggest headlines 2019

গ্রাফিক্স: নিজস্ব

Bollywood 2019: শাহরুখ-মোদীর সেলফি থেকে 'কবীর সিং', বলিউডে এই বছর অনেক শিরোনামই এসেছে। সেগুলির মধ্যে কয়েকটি অনেকদিন চর্চায় থেকেছে সোশাল মিডিয়ায় এবং সোশাল মিডিয়ার বাইরেও। এক নজরে দেখে নেওয়া যাক তার কয়েকটি--

Advertisment

অক্ষয়ের নাগরিকত্ব

এই বছর অক্ষয়কুমার বার বার ট্রোলড হয়েছেন তাঁর নাগরিকত্ব নিয়ে। তার কারণ আর কিছুই নয়, গেরুয়া রাজনীতির প্রতি তাঁর সহমর্মিতা। নেটিজেনরা বার বার তাঁকে মনে করিয়েছেন যে এখনও তিনি কানাডার নাগরিক। তাঁর কাছে ভারতীয় পাসপোর্টই নেই। যদি তিনি ভারতীয় জাতীয়তাবাদকে এতটাই সমর্থন করেন, তবে কেন তিনি সেদেশের নাগরিকত্ব ছেড়ে এদেশের নাগরিকত্ব নিচ্ছেন না, এই নিয়ে প্রশ্ন উঠেছে সোশাল মিডিয়ায়।

প্রতিবাদে বলিউড নারী

বলিউড ছবিতে এই বছর পর্দায় যেমন অত্যন্ত শক্তিশালী মহিলা চরিত্রদের দেখা গিয়েছে, তেমনই পর্দার বাইরে, বাস্তবের নানা ইস্যুতে প্রতিবাদী হয়েছেন স্বরা ভাস্কর, রিচা চাড্ডা এবং দিয়া মির্জা। পুরুষরা যে প্রতিবাদ করেননি তা নয়, কিন্তু অভিনেত্রীরাও পিছিয়ে থাকেননি।

অনুরাগ ও টুইটার

তাঁর মোদী-বিরোধিতার জন্য পরিবারের সদস্যদের বার বার হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের উপর আক্রমণ আসতে পারে, এই ক্ষোভ উগরে দিয়ে টুইটার থেকে বিদায় নিয়েছিলেন অনুরাগ কাশ্যপ বছরের মাঝামাঝি। কিন্তু সম্প্রতি সিএএ প্রতিবাদের ঢেউয়ে তিনি টুইটারে ফিরেছেন এই বলে যে তিনি আর চুপ করে থাকতে পারছেন না। ২০২০ সালেও তিনি সরব থাকবেন, এমনটাই আশা।

কঙ্গনার ট্যাক্স মন্তব্য

তিনি বরাবরই বিতর্কের রানি। কিন্তু সিএএ ইস্যুতে তাঁর ট্যাক্স নিয়ে মন্তব্যটি বিপুল ঝড় তুলেছিল সম্প্রতি। তিনি বলেছিলেন যে এদেশে মাত্র কয়েকজন মানুষই ট্যাক্স দেন আর বাকিরা তাঁদের উপর নির্ভরশীল। এই মন্তব্যের পরে তাঁকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আগামী বছর তিনি কী কী বলেন, তার অপেক্ষা রইল।

শাহিদ কাপুর, কবীর সিং

মিটু আন্দোলন যে সময় অনেকটা বড় আকার নিয়েছে, সেই সময়ে 'কবীর সিং'-য়ের মতো একটি ছবি দর্শকের একাংশের কাছে বেশ বড়সড় ধাক্কা ছিল। ২০১৯ সালে সবচেয়ে বেশি ব্যবসা করেছে যে ছবিগুলি তার মধ্যে যেমন থাকবে 'কবীর সিং'। পাশাপাশি এই ছবির জেরে শাহিদ কাপুরকে যে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, সেগুলিও থাকবে কারণ ছবির চরিত্রটি যেমন আগ্রাসী, তেমনই উগ্র পৌরুষ রয়েছে তার মধ্যে।

মোদী-খান সেলফি

দুই খানের সঙ্গে নরেন্দ্র মোদীর সেলফি নিয়েও কম কথা হয়নি। অথচ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে এতদিন পর্যন্ত কিন্তু শাহরুখ খান ও আমির খান দুজনেই দূরত্ব বজায় রেখেছিলেন। এমনকী মোদী-বিরোধিতার জন্য আমির খান ও কিরণ রাওকে সোশাল মিডিয়ায় অনেক হেনস্থাও হতে হয়েছে। কিন্তু বছরের শেষের দিকে হঠাৎই এল এই সেলফি, মধুরেণ সমাপয়েৎ হয়ে।


Read the full article in English

bollywood
Advertisment