/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/KANGANA-759.jpg)
কঙ্গনা রানাওয়াত।
বাকযুদ্ধে জয়া বচ্চন, ঊর্মিলা মাতণ্ডকরের পর এবার অনুরাগ কাশ্যপের জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। অনুরাগের মন্তব্যের পাল্টা জবাব দিলেন কঙ্গনা। সময় নস্ট না করে একের পর এক জবাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হিন্দিতে করা ট্যুইটে অনুরাগ লিখেছেন 'একমাত্র তুই-ই আছিস বোন, মণিকর্ণিকা। তুই চার-পাঁচজনকে নিয়ে চিনে চলে যা। দেখ কতটা ভেতরে ঢুকে এসেছে ওরা। ওদের দেখিয়ে দে যে, যতদিন তুই আছিস, এই দেশের কোনও ক্ষতি কেউ করতে পারবে না। তোর বাড়ি থেকে LAC ব্যাস একদিনের সফর। যা শেরনি। জয় হিন্দ।'
ठीक है मैं बॉर्डर पे जाती हूँ आप अगले अलिम्पिक्स में चले जाना, देश को गोल्ड मडेलस चाहिए हा हा हा यह सब कोई बी ग्रेड फ़िल्म नहीं है जहां कलाकार कुछ भी बन जाता है, आप तो मेटफ़ॉर्ज़ को लिटरली लेने लगे, इतने मंदबुद्धि कबसे हो गए, जब हमारी दोस्ती थी तब तो काफ़ी चतुर थे???? https://t.co/TZVAQeXJ43
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020
স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি পালটা তোপ দেগেছেন এই মন্তব্যে। তিনি লিখেছেন, 'ঠিক আছে, আমি সীমান্তে যাচ্ছি। আপনি পরের অলিম্পিকে চলে যাবেন। দেশের সোনার পদক প্রয়োজন। হ্যাঁ এটা কোনও বি-গ্রেড ফিল্ম নয় যে, শিল্পীকে যা কিছু হোক বানিয়ে দেওয়া যায়। আপনি তো রূপককে সত্যি বলে ভেবে নিচ্ছেন। বুদ্ধি এতটা কমল কবে থেকে? যখন আমাদের বন্ধুত্ব ছিল, তখন তো বেশ চতুর ছিলেন।'
तेरी ज़िंदगी ही अब metaphor हो गयी है बहन।हर कही बात भी metaphor है।हर इल्ज़ाम metaphor है। इतना metaphor दे मारा है तुमने Twitter पे कि जनता,बेरोज़गारी generator को तुम्हारा dialogue राइटर कहने लग गयी है।जब की मुझसे अच्छा कोई नहीं जानता तुम कितना अच्छा improvise करती हो। https://t.co/1ibyhRfhks
— Anurag Kashyap (@anuragkashyap72) September 17, 2020
ফের অনুরাগ লেখেন, 'তোর জীবনই এখন রূপক হয়ে গিয়েছে বোন। সব কথাই রূপক। সব অভিযোগ রূপক। ট্যুইটারে তুই এত রূপক দিয়ে ফেলেছিস যে, জনতা বেরোজগারি জেনারেটরকে তোর সংলাপ লেখক বলছে। যেখানে আমার থেকে ভালো আর কেউ জানে না যে, তুমি কতটা ভালো ইমপ্রোভাইস করতে পারো।'
সম্প্রতি জয়া বচ্চনের সঙ্গে তর্ক বিতর্কের পর ঊর্মিলা মাতন্ডকার পাল্টা জবাব দিয়েছিলেন কঙ্গনাকে। এর পর ঊর্মিলা কে তিনি সফট পর্ন স্টার বলে তোপ দাগেন। এরপর তিনি বলেন, "আমি লড়াই শুরু করিনি, আমি শুরু করেছি প্রমাণ করলে টুইটার ছেড়ে দেব"।