'খান ছাড়া আর কিছুই বোঝে না', 'পাঠানে'র সাফল্যে ভারতের জনগণকে তোপ কঙ্গনার!

পাঠান প্রসঙ্গে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা, এবার বললেন...

পাঠান প্রসঙ্গে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা, এবার বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, Kangana Ranaut on pathaan

আবারও বাঁকা চোখ অভিনেত্রীর

'পাঠান'কে সফলতা এনে দিয়েছেন ভারতের দর্শক! তাই এবার তাঁদের প্রতিই রেগে আগুন বলিউড অভিনেত্রী? 'পাঠান' নিয়ে কঙ্গনার প্রথম থেকেই নানান আপত্তি, মাঝেমধ্যেই শাহরুখকে ঠুকে কথা বলছেন তিনি। এবার, একেবারেই রেগে আগুন কঙ্গনা?

Advertisment

শাহরুখ ভক্তদের মাতামাতি, হুল্লোড় একেবারেই ভাল চোখে দেখছেন না কঙ্গনা। শাহরুখের অনুরাগীদের বাঁকা চোখে দেখছেন কঙ্গনা। তাই তো, এবার শুধু বলিউডের বিগস্টারদের নয় বরং তাঁদের অনুরাগীদেরও ছেড়ে কথা বললেন না অভিনেত্রী! কিছুদিন আগেই বলেছিলেন, বক্স অফিসে কোন ছবি কতটাকা আয় করল সেই অনুযায়ী ছবির বিচার হচ্ছে। টাকা আয় হলেই বলিউড খুশি! সোশ্যাল মিডিয়ায় শাহরুখ অনুরাগীদের হলে নাচানাচি, উল্লাস দেখেই বাঁকা মন্তব্য কঙ্গনার।

বললেন... "যেটুকু বিশ্লেষণ করে বুঝলাম, ভারতের জনগণ খানদের একটু বেশিই ভালবাসে। তারা নির্দিষ্ট সময়ে খান ছাড়া কিছুই বোঝেন না। এমনকি মুসলিম অভিনেত্রীদেরও তাঁরা খুব পছন্দ করেন। তাই ভারত যে মুসলিমদের নিয়ে ঘৃনা করে কিংবা সেকুলার দেশ এসব বলে লাভ নেই। আমার তো মনে হয় ভারতের মত আর কোনও দ্বিতীয় দেশ নেই"।

Advertisment

আরও পড়ুন < ‘পাঠানের সাফল্য থেকে শিক্ষা নিন..’, শাহরুখ-আদিত্য চোপড়াকে নিয়ে নাচানাচি বাংলার প্রযোজকের >

কঙ্গনার কথার ধাঁচ বুঝতে পেরেই, তাঁকে একহাত নিয়েছেন অনুরাগীরা। জেনে বুঝেই খানদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা! এমনও শোনা গেল। আবার কেউ বললেন কঙ্গনা এসব করেন শুধু খবরে থাকবেন বলে। আবার কেউ কেউ, সোজা বললেন - আপনার সিনেমাকে দর্শক ভালবাসেন নি? আপনি কি জাতীয় পুরস্কার থেকে বঞ্চিত ছিলেন? তাহলে এত বিদ্বেষী মনোভাব কেন...?

bollywood Kangana Ranaut Entertainment News SRK Birthday PATHAAN BOX OFFICE RECORD