Kangana Ranaut: অশ্রাব্য গালিগালাজ করেও রক্ষা নেই? শেষে 'চরম শত্রু'কে কাছে টেনে নিলেন কঙ্গনা...

Kangana and Javed banter: জাভেদের সঙ্গে নানা বাক-বিতণ্ডা কঙ্গনার। একে অপরকে যেভাবে অশ্রাব্য গালিগালাজ করেছেন, সেই গল্প অনেকের জানা। কিন্তু, এতদিন, পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর, অভিনেতা-এমপি কঙ্গনা রানাউত ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kangana ranaut end 5 years banter

Kangana ends Banter: কঙ্গনা সব কিছু পাল্টে ফেললেন... Photograph: (Instagram)

Kangana Ranaut Ends Legal Issue: কঙ্গনা রানাউত এমন এক ব্যাক্তিত্ব, যার সঙ্গে বলিউডের বেশিরভাগের ঝামেলা-অশান্তি। কাউকে না কাউকে নিয়ে নানা মন্তব্য করতে থাকেন অভিনেত্রী। মুখে যা আসে, সেটাই বলে দেন। কিন্তু গীতিকার জাভেদ আখতারের সঙ্গে তাঁর অশান্তি শুরু হয় হৃতিক রোশনকে ঘিরেই। তাঁর সঙ্গে কঙ্গনার ঘনিষ্ঠতা নিয়েই শুরু নানা গণ্ডগোল। 

Advertisment

জাভেদের সঙ্গে নানা বাক-বিতণ্ডা কঙ্গনার। একে অপরকে যেভাবে অশ্রাব্য গালিগালাজ করেছেন, সেই গল্প অনেকের জানা। কিন্তু, এতদিন, পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর, অভিনেতা-এমপি কঙ্গনা রানাউত এবং গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার পারস্পরিকভাবে তাদের মানহানির মামলা নিষ্পত্তি করে ফেলেছেন। জাভেদের সঙ্গে একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তাদের পুনর্মিলনের ঘোষণা করেছেন কঙ্গনা। 

কঙ্গনা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জাভেদের সঙ্গে একটি খুশির ছবি শেয়ার করেছেন। পোস্টের সাথে, তিনি লিখেছেন, "আজ জাভেদ জি এবং আমি মধ্যস্থতার মাধ্যমে আমাদের আইনি বিষয় (মানহানির মামলা) সমাধান করেছি। মধ্যস্থতায় জাভেদ জি খুব সদয় এবং করুণাময় ছিলেন। তিনি আমার পরবর্তী পরিচালনার জন্য গান লিখতে রাজি হয়েছেন।"

জাভেদ আখতার ২০২০ সালে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে কঙ্গনা জাতীয় এবং আন্তর্জাতিক টেলিভিশনে মানহানিকর বিবৃতি দিয়েছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনার দেওয়া একটি সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছিলেন জাভেদ।

Advertisment

কঙ্গনা একটি নিউজ চ্যানেলকে বলেছিলেন, "একবার জাভেদ আখতার আমাকে তার বাড়িতে ডেকে বললেন, রাকেশ রোশন (হৃতিক রোশনের বাবা) এবং তার পরিবার অনেক বড় মানুষ। আপনি যদি তাদের কাছে ক্ষমা না চান তবে আপনার যাওয়ার জায়গা কোথাও থাকবে না। তারা আপনাকে জেলে ঢোকাবে, এবং শেষ পর্যন্ত, একমাত্র পথ হবে ধ্বংস... আপনি আত্মহত্যা করবেন।" 

কঙ্গনা জাভেদের বিরুদ্ধে তার গোপনীয়তা আক্রমণ করে চাঁদাবাজি এবং আক্রোশমূলক বিনয়ের অভিযোগও দায়ের করেছিলেন। তবে, সেসব এখন অতীত। তাঁরা সমাজ মাধ্যমে এখন কেবলই হাসছেন। 

bollywood Kangana Ranaut Javed Akhtar bollywood actress