/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/tejas-759.jpg)
কঙ্গনা বলেছিলেন, ”ইউনিফর্মটি পরার জন্য উদগ্রীব।”
সোমবার প্রকাশ্যে এল তেজস ছবির ফার্স্টলুক। ছবিতে কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে বায়ুসেনা অফিসারের ভূমিকায়। এদিন এয়ারফোর্স পাইলটের পোশাকে দেখা দিলেন বলিউড কুইন। রণি স্ক্রুওয়ালার প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি 'তেজস'। সারভেশ মেওয়ারার পরিচালনায় কঙ্গনা রানাওয়াত অভিনয় করছেন এই ছবিতে। এর আগে উরি: দ্য সার্জিকল স্ট্রাইক তৈরি করেছেন সারভেশ।
ছবিতে নিজের চরিত্র নিয়ে কঙ্গনা বলেছেন, ”ইউনিফর্ম পরার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি,” কঙ্গনা আরও বলেন, রণি স্যারের কাছে আমি কৃতজ্ঞ এবং অবশ্যই সারভেশ, যিনি অত্যন্ত সুন্দর একটি চিত্রনাট্য তৈরি করেছেন যেখানে সেনার হিরোইজম উদযাপদন করেছেন…তবে ছবিতে ইউনিফর্মে থাকাটাই আমার জীবনের বড় হাইলাইট হবে।”
IT'S OFFICIAL... #KanganaRanaut as Air Force pilot in #Tejas... Produced by Ronnie Screwvala... Will be RSVP's second film
#Uri> on our brave soldiers... Directed by Sarvesh Mewara... April 2021 release. #TejasFirstLookpic.twitter.com/s2nIhD8eNS — taran adarsh (@taran_adarsh) February 17, 2020
আরও পড়ুন, শহরে নাটক নিয়ে পদ্মিনী কোলাপুরী, আসরানি
সুরভেশ মেওয়ারা, ''তাঁর পরিচালিত ছবি তেজস নিয়ে বেশ উত্তেজিত। তিনি বলেন, যখন আপনার ডেবিউ ছবির রণি ক্রুওয়ালার প্রযোজনায় হয় এবং কঙ্গনা রানাওয়াতকে মুখ্য চরিত্রে পাওয়া যায়, তখন স্বপ্নপূরণের অনুভূতি হয় বইকি।''
২০২১-এর এপ্রিলে মুক্তি পেতে চলেছে 'তেজস'।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন