/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/kangana.jpg)
Kangana On Ram mandir: অযোধ্যায় পা রেখেই তিনি বললেন...
সোমবার রামমন্দির উদ্বোধন। সারা দেশজুড়ে এদিন উৎসবের আয়োজন করা হয়েছে। নানা জায়গা থেকে পৌঁছে গিয়েছে নানা উপহার। এদিন, শহর কলকাতায় আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী অনুষ্ঠান। আর অযোধ্যায় শেষ ১১ দিন ধরেই চলছে নানা কিছু।
আর, এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে পেরে কঙ্গনার যেন বিশ্বাসই হচ্ছে না। একের পর এক তারকারা পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। আজ কঙ্গনার পালা। মাঝে আর একদিন। সারা দেশ জুড়ে যারা যারা আমন্ত্রণ পেয়েছেন তাঁদের মধ্যে অনেকেই পৌঁছেছেন। হেমা মালিনী গিয়েছেন সেখানে। মুম্বাই বিমানবন্দরেই জয় শ্রী রাম স্লোগান দিলেন তিনি। পরনে শাড়ি, লম্বা কোট, তাঁকে একদম সাবেকি রূপে দেখা গেল।
অন্যদিকে, অযোধ্যা এয়ারপোর্টে নেমেই কঙ্গনার মুগ্ধতা আরও বেড়ে গেল। অভিনেত্রী যেন ভাবতেই পারছেন না যে এই অনুষ্ঠানের জন্য তিনি বিশেষ আমন্ত্রণ পেয়েছেন। সেই সুখবর তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড পর্যন্ত করেছিলেন। আজ রাম রাজ্যে পৌঁছেই নিজের প্রথম বক্তব্য রাখলেন তিনি। বলেন...
আরও পড়ুন - Hema Malini-Esha Deol: সংসার ভাঙছে মেয়ে এষার! পরোয়া নেই? অযোধ্যায় সীতা সাজবেন হেমা মালিনী
"আমার খুশির সীমা নেই। একটা শব্দ এটা বলে বোঝানো সম্ভব না। অযোধ্যা ধামে যে আসতে পেরেছি এটা আমার অনেক জন্মের পূণ্য। সত্যি বলতে গেলে সারা বিশ্বে যে একটা উৎসব পালন করা হবে সেটাও অনেক কম। সারা দেশ আজ একসঙ্গে এসেছে বলেই এমন সুন্দর এক দিন আসতে চলেছে। আমি এমনিও রাম-ভক্ত। আজকের দিনে দাঁড়িয়ে এতবছর পর যে একটা জয় পেলাম আমরা, সেটাই তো অনেক।"
এখানেই শেষ নয়। তিনি আরও যোগ করলেন... "এটা আজকের জন্য একটা বিরাট ব্যাপার। ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। আর সত্যি বলতে গেলে যাদের জ্বলছে তারাই আসলে রাক্ষস। এবার দেবতাদের জয় হবে। ভালর জয় হবে। রাক্ষসকে দমন করে রামের জয় শুরু হবে।" প্রসঙ্গত, দীর্ঘ অনেক লড়াইয়ের পর অযোধ্যায় রামলালা ফিরছেন। প্রধানমন্ত্রী সহ সেদিন উপস্থিত থাকবেন অনেকেই। আমন্ত্রণ গিয়েছে বিরোধী দলের কাছেও।