Kangana Ranaut Birthday: সবসময় ঠোঁটকাটা স্বভাবের জন্য তিনি আলোচনায় থাকেন। তাঁর মুখে কিছু আটকায় না। কঙ্গনা রানাউত একথা বলিউডকে ধুয়ে দেন। তিনি যেমন প্রতিভা দেখলে চুপ করে থাকতে পারেন না, ঠিক তেমনই অন্যায় দেখলেও চুপ থাকতে পারেন না। আর আজ তাঁর জন্মদিন।
অভিনেত্রী কোনও কথা বলতেই দুবার ভাবেন না। বরং, সহজকে সহজ ভাবেই দেখেন। ঠিক ভুলের মধ্যে পার্থক্য রেখেই তিনি সহজেই সহজ কথা বলে ফেলেন। তাই তো, বলিউড নিয়ে সবসময় রেগে থাকেন তিনি। বলিউডের কোনও বিষয় নিয়ে বলতে দুবার ভাবেন না। তাঁর কথায়, সেখানে সকলে হিংসুটে। কারওর প্রতিভা থাকলেই তারা সেটা দমিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিছুদিন আগেই তাঁর ছবি ইমার্জেন্সী রিলিজ করে। এবং সেই ছবিতে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও বা ছবিটি খুব একটা সফলতা পায়নি, কিন্তু অভিনেত্রী জানিয়েছিলেন, বলিউডের এই প্রজন্মের লোকেরা প্রতিভা সহ্য করতে পারেন না।
পুরোনো দিনের পরিচালকরা অনেক নম্র ভদ্র ছিলেন। তাঁরা অনুরোধের সুরে সমস্ত তারকাদের ডাকতেন। বলেছিলেন, যশ চোপড়া থেকে বিমল রায়, কে আসিফ এদের দেখুন। এরা অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তাঁরা কাজের সঙ্গে সঙ্গে প্রতিভার কদর করতেন। আর এখন? যারা আছেন তাঁদের উত্তরসুরি, সব গুত্তিবাজি করে। তাঁরা প্রতিভা দেখলেই হিংসা করেন, রেগে যান। ওদের সবসময় চেষ্টা থাকে যে মানুষকে হ্যাটা করব। যদিও বা OTT এর সময়, ওদের হাত থেকে সেসব বেড়িয়ে যাচ্ছে। কিন্তু না! ওরা থামার নয়। কিন্তু এত কেন ঠোঁটকাটা তিনি? হিমাচলের কন্যা কঙ্গনা বরাবর স্পষ্ট কথা বলেন। শুধু তাই নয়, পাহাড়ের মানুষদের সকলেই খুব সহজ মানুষ হিসেবেই ভাবেন।
কিন্তু, কঙ্গনা জানিয়েছিলেন, তাঁর কাছে সবকিছু খুব পরিষ্কার। ভাবনা চিন্তা খুব সর্টেড তাঁর কাছে। তিনি জানিয়েছিলেন, যে তিনি ঠোঁটকাটা না। অভিনেত্রীর কথায়, "আমার ভাবনা চিন্তা খুব ক্লিয়ার। বাকিদের কেন এত পরিষ্কার চিন্তা ভাবনা না, কেন এত ধোঁয়াশা সবেতে আমি জানি না। তাঁরা জানে না, কী বলা উচিত। চোখের সামনে কী ঘটছে সেটা ওরা বলতে জানে না। ওরা সত্যি বলতে জানে না। এবার প্রবাদে আছে না, যে ঘোড়া কেন গাধা হবে? সেটাই তো না? আমি কেন গাধা হব? যারা গাধা তাঁরা কেন ঘোড়া হবে না?"
অভিনেত্রীর কথায়, এরা সবকিছু সহজে পেয়ে গিয়েছে বলেই মানুষকে সহজে নিতে পারে না। এদের কাছে কারওর থেকে শেখার কিছু নেই। কিন্তু, অভিনেত্রী? তিনি এতটা লড়াই করেছেন, তপস্যা করেছেন যে প্রতিভা দেখলেই তাঁর মনে ভাব উৎপন্ন হয়। চেষ্টা করেন কিছু না কিছু শেখার। তিনি বলেন, ছোট হোক বা বড়, যদি কারওর প্রতিভা থাকে, সেটা শেখার বিষয়। আমাকেও ভাবতে হবে যে আমি কী করে এটা নিজের মধ্যে আনব। তা নয়, বলিউডের এই কিছু লোকজন আছে, যারা ভাবে প্রতিভা আছে মানেই, এর ওপর বাজ পড়ুক, এ মরে যাক। কেন ভাই? খালি আমি সেরা, আমি সেরা করে নাচানাচি।"