শুক্রবার রিলিজ করতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। আলিয়া ভাট ( Alia Bhatt ) থেকে পরিচালক সঞ্জয় লীলা বানসালি ( Sanjay Leela Bhansali ) ছবি নিয়ে আশাবাদী প্রত্যেকেই। তবে এর মাঝেই নেতিবাচক মন্তব্যের সুর বলি কুইন কঙ্গনা রানাউতের মুখে ( Kangana Ranaut )। কী বললেন অভিনেত্রী?
বলিউডের স্টারকিড এবং নেপটিজম সংক্রান্ত বিষয়ে সবসময়ই সরব কঙ্গনা। এবারও নিজের মতামতের মাধ্যমেই একহাত নিলেন তিনি। হিউমারের সুরেই বললেন, "এই শুক্রবার ২০০ কোটি পুড়ে ছাই হয়ে যাবে বক্স অফিসে। বাবার পরী যিনি কিনা আদতেই ব্রিটিশ পাসপোর্ট রাখতে পছন্দ করেন, আবার সেই বাবা প্রমাণ করেই ছাড়বেন এরকম একজন রমকম বিম্বো অভিনয় করতে পারেন!! সবথেকে বড় ভুল সিদ্ধান্ত কাস্টিং, এরা সুধরাবে না। কোনও সন্দেহ নেই, যে এই কারণেই দক্ষিণ এবং হলিউডের ছবির দর্শক সংখ্যা বাড়ছে। বলিউডের অবস্থা কাহিল যতদিন এই মুভি মাফিয়ারা থাকবে।"
এখানেই থামেননি তিনি। শুধুই আলিয়া? বাবা মহেশ ভাটের উদ্দেশ্যেও ঝড় তুললেন অভিনেত্রী। বললেন, "বলিউডের মাফিয়া বাবা, যিনি একা হাতে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতিকে ধ্বংস করেছেন, সঙ্গেই বড় পরিচালকদের আবেগগত ভাবে ম্যানিপুলেট করছেন। সিনেমাটিক উজ্জ্বলতার মাধ্যমে তাদের কে বাধ্য করছেন নিজের মেয়েকে দিয়ে কাজ করাতে। লোকজনের তাকে বিনোদন দেওয়া বন্ধ করা উচিত, খারাপ লাগছে যে একজন বড় নায়ক এবং পরিচালকও তার কারসাজির শিকার হয়েছেন।"
কঙ্গনা, এই মাসের শুরুতে দীপিকা তথা অনন্যার পোশাক নিয়েও আগুনের ন্যায় মন্তব্য করেন। পরবর্তীতে আলিয়ার স্ক্রিন লুক, নিয়েও সরগরম হন অভিনেত্রী। আলিয়াকে নকল করে এক শিশুর আচরণ দেখে অবাক হয়েছিলেন তিনি। মুখে বিড়ি, এবং আলিয়ার সংলাপ বলেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন সেই খুদে। কঙ্গনা দাবি তুলেছিলেন এইটুকু শিশুর কী এমন আচরণ কর উচিত? তার বডি ল্যাঙ্গুয়েজ এবং এই বয়েসে যৌনাচার করা একেবারেই উচিত নয় বলেই আওয়াজ তুলেছিলেন তিনি.... সিনেমাতে কিছু দেখানোর আগে শতবার ভাবা উচিত, তার বক্তব্য এমন অনেক শিশু আছে যারা একইভাবে ব্যবহৃত হচ্ছে।