/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/kangana.jpg)
Kangana Ranaut : কী কিনলেন কঙ্গনা? ছবি-ইনস্টা
Kangana Ranaut In Politics: রাজনীতিতে প্রবেশ করেই নিজেকে বিরাট উপহার দিলেন কঙ্গনা। একেই তাঁর ওপর দায়িত্ব বেড়েছে। নিজের এলাকা থেকেই শুরু করেছেন প্রচার। মান্ডি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিনেত্রী।
আর এবার, গুরুদায়িত্ব পেয়ে নিজের জন্য বহুমুল্য উপহার কনে ফেললেন কুইন অভিনেত্রী। তারকারা সবসময়-ই নিজেদের বিলাসিতা এবং জীবনযাত্রার জন্য আলোচনায় থাকেন। এবার কঙ্গনাও জুড়লেন সেই দলে। এর আগে তিনি হিমাচলের বাড়ি বিলাসবহুল হোটেল বানানোর পর আলোচনায় এসছিলেন।
গতকাল সন্ধেবেলায় নিজেকে মি-টাইম দিতে গিয়েছিলেন কঙ্গনা। মুম্বাইয়ের একটি স্যালো থেকে বেরিয়েই যে গাড়িটিতে উঠলেন, সেটি নতুন কিনেছেন কঙ্গনা।
কী গাড়ি কিনলেন তিনি?
কঙ্গনা কিনলেন, মার্সিডিজ মেব্যাক জিএলএস। গাড়ির দাম প্রায় ২ কোটি ৪৩ লক্ষ টাকা। কঙ্গনার দ্বিতীয় মার্সিডিজ গাড়ি এটি। এর আগে ৩.৬ কোটির গাড়ি ছিল। রিপোর্ট অনুযায়ী, তাঁর গাড়ির মধ্যে একটি Audi-রয়েছে। এছাড়াও মুম্বাইতে দুটি সম্পত্তি রয়েছে তাঁর।
এই গাড়িটি বলিউডের অনেক তারকার সংগ্রহেই রয়েছে। এদিকে, কঙ্গনা যিনি দাবি করেন তিনি লোনের দায়ে ডুবে, সবকিছু বন্দক রেখে তিই তাঁর সিনেমা বানিয়েছেন, তাঁর এহেন বহুমুল্য গাড়ি ক্রয়ের ঘটনাটি বেশ বাঁকা চোখে দেখেছেন অনেকেই। তবে, লক্ষ্য এখন একদিকেই। জয়ী হয়ে ফিরে আসা।