scorecardresearch

‘কত্ত লোক দেখানার চেষ্টা..’, আমির খানকে ‘বেচারা’ বলে ভয়ঙ্কর অপমান কঙ্গনার

শাহরুখকে ছেড়ে এবার কেন আমিরের ওপর খেপলেন অভিনেত্রী?

Kangana Ranaut, Kangana Ranaut tweet, Kangana Ranaut twitter, Aamir Khan, Aamir Khan news, Aamir Khan kangana ranaut, bollywood news, কঙ্গনা রানাউত, আমির খান, কঙ্গনা আমির, কঙ্গনা রানাউত টুইটার, বলিউডের খবর
আমির খানকে কটাক্ষ কঙ্গনার রানাউতের

কঙ্গনা রানাউত মানেই কন্ট্রোভার্সি! বলিউডের খান-কাপুর, কাউকেই রেয়াত করে কথা বলেন না তিনি। খানিক অযাচিতভাবে নিজেই মাঝেমধ্যে আক্রমণ করে বসেন। সম্প্রতি ‘পাঠান’ নিয়ে শাহরুখ খানকে আক্রমণ করেছিলেন, এবার তাঁর শিকার আমির খান। মিস্টার পারফেকশনিস্টকে বেচারা বলে মশকরা করতেও পিছপা হলেন না কঙ্গনা। কিন্তু কেন?

সম্প্রতি স্বনামধন্য লেখিকা শোভা দে-র সঙ্গে তাঁর বায়োপিক নিয়ে কথোপকথন প্রসঙ্গে আমির খান বলেন, শোভার চরিত্রের জন্য তাঁর পছন্দের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটরা। আমির বলেন, “আপনার বায়োপিকের জন্য এঁরাই আমার পছন্দের শীর্ষ তালিকায়..।” আড্ডার মাঝে তৎক্ষণাৎ মিস্টার পারফেকশনিস্টকে থামিয়ে শোভা বলেন, “আপনি কিন্তু কঙ্গনা রানাউতকে ভুলে যাচ্ছেন। আমার মনে হয় ও যেরকম পাগলাটে, আমার ভূমিকা অভিনয়ের জন্য কঙ্গনার মতোই কাউকে দরকার।” আমির-শোভার এই কথোপকথন নজর এড়ায়নি কঙ্গনার।

অতঃপর টুইটারে সেই ভিডিও পোস্ট করে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে একহাত নেওয়ার সুযোগও ছাড়লেন না কঙ্গনা রানাউত। কঙ্গনার নাম বলায় আমির কিন্তু অভিনেত্রীর ভার্সেটাইল অভিনয়ের প্রশংসা করেছেন। শুধু তাই নয় বলেন, “কঙ্গনা অসাধারণ অভিনেত্রী। ও দক্ষতার সঙ্গেই লেখিকার চরিত্রে অভিনয় করতে পারবেন।” তবে আমিরের কথা শুনে হজম হয়নি কঙ্গনার। তাই কথাও সোনাতে ছাড়লেন না।

কঙ্গনা টুইটে লেখেন, “ইশ! কত্ত ভান করার চেষ্টা ওঁর। যেন জানেন-ই না যে বলিউডে আমি-ই একমাত্র অভিনেত্রী যে তিনটে জাতীয় পুরস্কার পেয়েছি। যাঁদের কথা উনি বলেছেন, তাঁরা কেউ ধারেকাছেও নেই।” এর পাশাপাশি শোভা দে-কে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁর নাম নেওয়ার জন্য।

[আরও পড়ুন: পর্দায় ঝড় তুলেছে কোচ ‘পাঠান’, এদিকে ‘চাক দে’ টিমের মেয়েরা পরপর বিয়ের পিঁড়িতে]

প্রসঙ্গত দিন কয়েক আগেই প্রায় বছর দুয়েক বাদে টুইটারে ফিরেছেন কঙ্গনা। তার আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং টুইটারের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। তবে তাতেও থামেননি নায়িকা। প্রায় নিত্যদিনই তাঁর টার্গেটে বলিউড তারকারা। এবার আমির খানকে আক্রমণ করলেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut calls aamir khan bechara