রিলিজ করার পরই শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বিতর্ক-সমালোচনা পেরিয়ে মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই বক্স অফিসে ভাল ব্যবসা করে ফেলেছে। সপ্তাহান্তের রিপোর্ট বলছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মোট আয় ২৭.১৫ কোটি টাকা। ৪ দিনে মোট আয় ৪২ কোটি। অনুপম খের (Anupam Kher), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত এই সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে-বিদেশে এই সিনেমা দেখে চোখে জল নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরচ্ছেন দর্শকরা। পরিচালক বিবেকের এই বাধভাঙা সাফল্যের মাঝেই আরও তিন বিজেপি (BJP) শাসিত রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর টিকিটকে করমুক্ত করা হল।
গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশের তালিকায় এবার যুক্ত হয়েছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, গোয়াও। দেশের এই ৬টি রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখলে টিকিটের দামে দিতে হবে না অতিরিক্ত কর। এবার এই সিনেমার সাফল্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবির বক্স অফিস আয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। প্রশংসা করে বললেন, "এটাকেই বলে আসল ব্লকবাস্টার। অতিমারীর পর ‘দ্য কাশ্মীর ফাইলস’-ই প্রথম সফল ছবি।"
সম্প্রতি আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র বক্স অফিস আয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। তবে বিবেক অগ্নিহোত্রীর এই ছবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কঙ্গনার মন্তব্য, "অতিমারীর পর ‘দ্য কাশ্মীর ফাইলস’-ই প্রথম সফল ব্লকবাস্টার ছবি (The Kashmir Files Box Office Report)। আমি এই কথাগুলো বলছি এইজন্যই কারণ, মুভি মাফিয়া এবং তাঁদের পা-চাটা আর বিক্রি হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলো এই কথাগুলো বলবে না। ইন্ডাস্ট্রির কেউ এর প্রশংসা করবে না। সেই প্রেক্ষিতেই আমি নিজের মতামতটা প্রকাশ করলাম।"
তবে বলিউডের অনেকেই যাঁদের রাজনৈতিক মতাদর্শ বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে মেলে না, তাঁরাও কিন্তু প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে। হনসল মেহেতা, ইয়ামি গৌতম-আদিত্য ধর, অর্জুন রামপাল থেকে শুরু করে ক্রিকেটার রায়নাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন