'পাঠান' নিয়ে এমনিই বিতর্কের শেষ নেই। তারমধ্যে, কঙ্গনা নিজেও কম যান না। শাহরুখের ছবি নিয়ে, নানান সময় নানান মন্তব্য করছেন। কখনও বলছেন টাকার জন্য ছবি বানিয়েছেন আবার কখনও বলছেন পাঠান এর মত সিনেমা চলা দরকার।
তবে, এবার ভয়ঙ্কর এক অভিযোগ এনেছেন কঙ্গনা। 'পাঠান' ছবিতে পাকিস্তান এবং ISI কে ভাল প্রমাণিত করেছেন পরিচালক! কঙ্গনা টুইটারে আবারও নিজের মতামত রাখতে শুরু করেছেন। তিনি বললেন, "সিদ্ধার্থ আনন্দ এই ছবিতে আইএসআই এবং পাকিস্তানকে ভাল প্রমাণিত করেছে। ঘৃনা এবং চেতনার বাইরে ভারতের এহেন আচরণ তাঁকে অনন্য প্রমাণিত করে। শত্রুপক্ষকেও আপন করে নেওয়া যায়। তবে, যাদের এই নিয়ে অনেক উচ্চাশা, তাদের বলছি 'পাঠান' শুধু একটা ছবি হতে পারে, তবে এখানে শুধু জয় শ্রী রাম ধ্বনিত হবে"।
'পাঠান' ছবির নাম হলেও অনেকেই দাবি করেছেন শাহরুখের চরিত্রের সঙ্গে এর কোনও মিল নেই। শুধু তাই নয়, ছবিতে জন আব্রাহামের চরিত্র প্রসঙ্গেও নানান কথা শোনা যাচ্ছে। দেশ বিরোধী এই চরিত্রে তিনি নজর কারলেও জনকে অনেকেই বাঁকা চোখে দেখছেন। তবে, কঙ্গনা বললেন...
আরও পড়ুন < ‘শ্বেতপদ্মাসনা’ অতীত! সাঁওতাল-রূপী সরস্বতীকে পুজো করে তাক লাগালেন শিলাজিৎ >
"আমি বিশ্বাস করি ভারতীয় মুসলিমরা দেশকে ভালবাসেন, তাঁরা দেশপ্রেমিক কিন্তু আফগান পাঠান দের থেকে তাঁরা সকলেই আলাদা। মূল বিষয় হল, আফগানিস্তানে কী ঘটছে আমরা সবাই জানি। নরকে পরিণত হয়েছে সেই জায়গা। এই সিনেমার নাম 'পাঠান' হওয়া উচিত নয়, বরং হওয়া উচিত ভারতীয় পাঠান"। যদিও কঙ্গনার মন্তব্যকে অযাচিত হিসেবেই গণ্য করেছেন শাহরুখ ভক্তরা। তাঁদের কথায়, 'পাঠান' একদিনে যা আয় করেছে আপনার কোনও ছবি দুমাসেও করবে না।
উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের নতুন ছবি এমারজেন্সির শুটিং শেষ করেছেন। সেই ছবির জন্য, নিজের স্থাবর অস্থাবর সব কিছুই বন্ধক রেখেছেন তিনি। যদিও সেই বিষয়ে খুবই গর্বিত কঙ্গনা। তবে, 'পাঠানে'র প্রশংসা করেই তিনি বলেছিলেন, এসব ছবি চলা উচিত। বলিউড অনেক পিছিয়ে আছে, অনেকে এগিয়ে যাবে।