Advertisment
Presenting Partner
Desktop GIF

'ম্যাডাম প্রেসিডেন্ট' দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা, বিজেপির হয়ে গলা ফাটালেন কঙ্গনা

রাইসিনায় ইতিহাস! রাষ্ট্রপতির কুর্শিতে প্রথমবার আদিবাসী মহিলা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, Draupadi Murmu, President Draupadi Murmu, First Tribal President Draupadi Murmu, 2nd Woman President Draupadi Murmu, Draupadi Murmu live updates, Kangana Ranaut Draupadi Murmu, কঙ্গনা রানাউত, দ্রৌপদী মুর্মু, মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, Indian Express Entertainment News, Bengali News today

দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা কঙ্গনা রানাউতের

আদিবাসী আবেগে ভর করেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম পেশ করেছিল বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে, তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের প্রস্তাবিত প্রার্থী ছিলেন যশবন্ত সিনহা। তবে রাইসিনা হিলের কুর্শিতে শেষমেশ জয় হল গেরুয়া শিবির প্রস্তাবিত পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর-ই (President Draupadi Murmu)। আর সেই প্রেক্ষিতেই স্বঘোষিত গেরিয়া সমর্থক অভিনেত্রী অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন দেশের প্রথম আদিবাসি রাষ্ট্রপতিকে।

Advertisment

প্রসঙ্গত রাইসিনা হিলে ইতিহাস গড়লেন দ্রৌপদী মুর্মু। দেশের পঞ্চাদশ রাষ্ট্রপতি, তবে আদিবাসি জনপদ থেকে এই প্রথমবার কেউ রাষ্ট্রপতি কুর্শিতে বসলেন। প্রতিভা পাতিলের পর ভারতে এই দ্বিতীয়বারের জন্য মহিলা রাষ্ট্রপতি যুদ্ধ জয় করলেন। বিরাট ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী যশবন্তকে। যা কিনা নিঃসন্দেহে বিজেপির কাছে আরও একবার দেশের বিরোধী দলের পরাজয়। এবার সেই প্রেক্ষিতেই যেন আবেগে ভাসছেন কঙ্গনা রানাউত।

দ্রৌপদী মুর্মুকে 'ম্যাডাম প্রেসিডেন্ট' বলে আখ্যাও দিলেন কঙ্গনা রানাউত। পাশাপাশি নায়িকার মন্তব্য, "ভারতের ১৫তম তথা দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আদিবাসী জনপদ থেকে প্রথমবার দেশের সর্বোচ্চ পদে আসীন 'ম্যাডাম প্রেসিডেন্ট'কে অনেক অভিনন্দন। বিজেপি নারীশক্তির জয় করে দেখিয়েছে।"

<আরও পড়ুন: ২১-এর ‘ডিম্ভাত-বিরিয়ানি’ নিয়ে ঠাট্টা শ্রীলেখার! প্রশ্ন, ‘এরপরও তৃণমূলকে ফেরাবেন?’>

publive-image

প্রসঙ্গত,সদ্য মুক্তি পেয়েছে ‘এমার্জেন্সি’র টিজার। ইন্দিরা গান্ধীর অবতারে কঙ্গনা রানাউতকে দেখে নেটদুনিয়া ধন্য ধন্য করলেও বেজায় চটেছে কংগ্রেস। ইতিমধ্যেই বিরোধী দলগুলো বিশেষত কংগ্রেসের দাবি, “বিজেপির হয়ে ইন্দিরা গান্ধিকে অপমান করছেন কঙ্গনা রানাউত।” তবে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে বেজায় উচ্ছ্বসিত কঙ্গনা। যে সিনেমা রিবিজের আগেই তিনি একাধিকবার 'ম্যাডাম প্রেসিডেন্ট' বলে পোস্ট করেছেন। এবার রাইসিনায় দ্বিতীয়বারের জন্য নারীদখলে গেলে, ফের বিজেপির হয়ে গলা ফাটাতে দেখা গেল কঙ্গনা রানাউতকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Kangana Ranaut Entertainment News President of India
Advertisment