scorecardresearch

পরপর ৬টা ফ্লপ, অক্ষয়ের ফিল্মি কেরিয়ার ‘শেষ’! ১০ লক্ষ আয় নিয়ে মারাত্মক খোঁচা কঙ্গনার

কঙ্গনার ‘নন্দ ঘোষ’ কি করণ জোহর? অক্ষয়ের ‘ডুবন্ত’ কেরিয়ারের জন্যও বিঁধলেন তাঁকে।

Akshay Kumar, Akshay Kumar flop, Akshay Kumar Selfiee, Selfiee box office, Kangana Ranaut, Karan Johar, Kangana Ranaut Karan Johar, Kangana Ranaut Selfiee, অক্ষয় কুমার, অক্ষয় কুমার ফ্লপ সিনেমা, সেলফি, সেলফি বক্সঅফিস, কঙ্গনা রানাউত, করণ জোহর, কঙ্গনা করণ, কঙ্গনা রানাউত সেলফি, বলিউড বক্সঅফিস, বলিউডের খবর
অক্ষয় কুমারের সেলফি ব্যর্থ হওয়ার জন্য করণ জোহরকে দুষলেন কঙ্গনা রানাউত

কথাতেই আছে ‘যত দোষ, নন্দ ঘোষ’.. বাংলার এই প্রবাদ সম্ভবত করণ জোহরের ক্ষেত্রেই খাটে। কারণ, বিটাউনে উনিশ-বিশ কিছু হলেই কঙ্গনা রানাউত তাঁকেই দায়ী করেন। কঙ্গনার কাছে করণ-ই ‘নন্দ ঘোষ’! এবার অক্ষয় কুমারের সিনেমা ফ্লপ হওয়ার জন্যও করণকে বিঁধলেন কঙ্গনা।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘সেলফি’। যে সিনেমার প্রচার করতে গিয়ে গিনেস বুকে নাম তুলে ফেললেন খিলাড়ি। তবে লাভের লাভ কিছুই হয়নি! বক্সঅফিসে লক্ষ্মীলাভ করতে ব্যর্থ অক্ষয়ের ‘সেলফি’। আয় মোটে ৩ কোটি। অক্ষয় কুমারের গোটা ফিল্মি কেরিয়ারে ওপেনিং ডে-তে এত্ত খারাপ রেজাল্ট এর আগে কখনও হয়নি। অ্যাডভান্স বুকিংয়েও পিছিয়ে। মাত্র ১০ লক্ষ টাকার বুকিং হয়েছে। সেই অঙ্ক নিয়েই এবার ফের রণংদেহী মেজাজে তেড়়ে এলেন কঙ্গনা রানাউত। তবে এই ব্যর্থতার জন্য দুষলেন সিনেমার যৌথ প্রযোজক করণ জোহরকে।

করণ জোহরের নাম দেখলেই হল। তেলে-বেগুনে যেন জ্বলে যান কঙ্গনা রানাউত। গতবছর তাঁর ‘ধাকড়’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেইসময়ে প্রযোজক-অভিনেত্রীকে নিয়ে কম কথা হয়নি। সমালোচকদের কলমে খোঁচা খেতে হয়েছিল। এবার অক্ষয়ের সিনেমা ফ্লপ হওয়ার পরও অনেকেই খিলাড়িকে ‘কঙ্গনার মেল ভার্সন’ বলে খোরাক করলেন। নজর এড়ায়নি ক্যুইন-এর। অমনি পাল্টা ঝেড়ে উত্তর দিলেন।

[আরও পড়ুন: অর্পিতা-হৈমন্তীদের মতো ‘অনামি নায়িকা’রাই কালো টাকা রাখার ‘সেফ লকার’?]

কঙ্গনা লিখলেন, “করণ জোহরের সিনেমা ‘সেলফি’ প্রথমদিনে মাত্র ১০ লক্ষের ব্যবসা করেছে। আমাকে যেভাবে হেনস্তা করা হয়, সেক্ষেত্রে কই কোনও সিনেসমালোচক বা সিনেবাণিজ্য বিশ্লেষকরা তো এটা নিয়ে কথা বলছেন না!” এখানেই অবশ্য থামেননি কঙ্গনা। অক্ষয়কে নেটিজেনদের ‘কঙ্গনার মেল ভার্সন’ বলে কটাক্ষ করা এক খবরের স্ক্রিনশট পোস্ট করে অভিনেত্রীর মন্তব্য, “‘সেলফি’ ফ্লপ করার খবর খুঁজছিলাম। দেখতে পেলাম সব খবরেই আমার সম্পর্কে খারাপ কথা লেখা। আরে অক্ষয়ের সিনেমা ফ্লপ করেছে, সেটাও কি আমার দোষ? বাহ করণ জোহর!”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut declares akshay kumars selfiee flop drags karan johar