Kangana Ranaut in Election: রাজনীতি প্রসঙ্গে তাঁর অগাধ জ্ঞান। এমনকি, নিজের গবেষণা এবং কেরামতির জেরে তিনি ছবিও বানিয়ে ফেলেছেন ইন্দিরা গান্ধীর ( Indira Gandhi ) ওপরে। 'এমারজেন্সি' ( Emergency ) ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে ইন্দিরার ভূমিকায়।
Advertisment
সবসময় সরকারের হয়ে তাঁকে কথা বলতে শোনা যায়। প্রধানমন্ত্রীর প্রতি তিনি মন্ত্রমুগ্ধ, সুযোগ পেলেই নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) প্রশংসায় ডুবে যান। রাম মন্দির উদঘাটনের দিন, গোটা বলিউডের থেকে আলাদা বসেই জয় শ্রী রামের ধ্বনি দিয়েছিলেন। মাঝেমধ্যেই তাঁকে অনেকে জিজ্ঞেস করেন, রাজনীতিতে আসছেন না কেন?
এই নিয়ে আজ অবধি তিনি কোনও উত্তর দেননি। তবে, এবার তাঁকে সোজা প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করলেই তিনি নড়েচড়ে বসেন। স্ক্রিনে, প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করা, আর দেশের দায়ভার নেওয়া একেবারেই সহজ কথা না। অভিনেত্রী হাজির হয়েছিলেন দক্ষিণের একটি সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী হতে চান কিনা? উত্তরে কঙ্গনা সোজা বললেন..
"আমি 'এমারজেন্সি' ছবিতে প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি মাত্র। আর, আমি একেবারেই সিওর যে এই ছবিতে আমায় দেখার পর আর কেউ আমায় প্রধানমন্ত্রী হিসেবে চাইবেন না।" ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াচ্ছেন কিনা এটাই ছিল বড় প্রশ্ন। অন্যদিকে, অভিনেত্রী যে রাজনীতিতে আসছেন একথা বারবার শোনা যায়। আগে শোনা যেত তিনি নিজের জায়গা হিমাচল থেকে নির্বাচনী ক্রিয়ায় অংশ নেবেন। যদিও, বর্তমানে কানাঘুষো খবর তিনি নাকি চণ্ডীগড় থেকেও দাঁড়াতে পারেন।
প্রসঙ্গত, এই ছবি নিয়ে বেশ উত্তেজিত তিনি। ২০২১ সালে ছবির ঘোষণা করেছিলেন। একে একে ফার্স্ট লুক থেকে ছবির স্টারকাস্ট সবকিছুই প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছিলেন, এই ছবি করতে গিয়ে তিনি নিজের সম্পত্তি পর্যন্ত বন্দক রেখেছেন। এখন তাঁর ভাগ্য বদল হল না আগের মতই তিনি ফ্লপের লিস্ট বাড়ালেন সেটাই দেখার।