মেক্সিকোর সমুদ্রসৈকতে বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন মাত্র! ব্যস, তাতেই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) উপর রেগে আগুন নেটজনতার একাংশ। যিনি কিনা সোশ্যাল মিডিয়ায় সর্বদা ধর্মের পাঠ পড়ান, নিজেকে ঝাঁসির রানি বলে চড়াও হন… সেই তিনিই এমন খোলামেলা ছবি পোস্ট করলেন! মেনে নিতে পারেননি অনেকেই। অতঃপর অভিনেত্রীর উপর একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা। প্রশ্ন তোলেন, “ঝাঁসির রানি বিবস্ত্র কেন?”
সম্প্রতি কঙ্গনা তাঁর মেক্সিকো ভ্রমণের স্মৃতিচারণ করে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছিলেন। লাল-বিকিনিতে সমুদ্রের দিকে চেয়ে একলা বসে রয়েছেন। উন্মুক্ত পিঠ। খোলা চুল। এমনভাবেই দেখা গেল তাঁকে। ক্যাপশনে লিখেছিলেন, “সুপ্রভাত বন্ধুরা, আমার ঘোরা সমস্ত জায়গা মধ্যে মেক্সিকো অন্যতম সেরা। রোমাঞ্চকর। অপূর্ব সুন্দর। একইসঙ্গে অনিশ্চয়তায় ভরা। এটি মেক্সিকোর একটি ছোট্ট দ্বীপ, টুলুম।” কিন্তু অভিনেত্রীর এমন পোস্ট নজর এড়ায়নি নেটজনতার। সেই ছবি দেখা মাত্রই কঙ্গনার চরিত্র হনন করা শুরু করেন তাঁরা। আক্রমণ করতে শুরু করেন। কেউ লেখেন, “কী সংস্কৃতি?”, কেউ লেখেন, “নিজেকে ঝাঁসির রানি বলেন, আর বিকিনি ছবি পোস্ট করছেন, লজ্জা হওয়া উচিত।”
View this post on Instagram
নেটজনতাদের এমন মন্তব্য দেখে কঙ্গনা রানাউতও ছাড়ার পাত্রী নন। দিলেন কষিয়ে। টুইটেই একহাত নিলেন সমালোচকদের। তাঁর মন্তব্য, “কিছু মানুষ আমার বিকিনি পরা ছবি দেখে আমাকে সনাতন ধর্ম নিয়ে জ্ঞান দিচ্ছেন। যদি কখনও মা ভৈরবী চুল খুলে, বিবস্ত্রভাবে, রক্তমাখা মুখ নিয়ে সামনে এসে যান তো আপনারা কী করবেন? আপনারা তো ওখানেই শেষ! আর নিজেদেরকে ভক্ত বলেন? ধর্মের ঠিকেদার না হয়ে, ধর্ম অনুসরণ করুন।” পোস্টের শেষে “জয় শ্রী রাম”ও লেখেন অভিনেত্রী।
कुछ लोग मेरी बिकिनी पिक्चर देखकर मुझे धर्म और सनातन का लेक्चर दे रहे हैं, अगर कभी माँ भैरवी बाल खोल, वस्त्रहीन, ख़ून पीने वाली छवि लेकर सामने आ जाए तो तुम्हारा क्या होगा? तुम्हारी तो फट जाएगी और ख़ुद को भक्त कहते हो? धर्म पे चलो उसके ठेकेदार मत बनो…. जय श्री राम ???? pic.twitter.com/AIyNrSiTTT
— Kangana Ranaut (@KanganaTeam) December 23, 2020
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে