বলিউডের নেপটিজম নিয়ে চরম চর্চা। স্টারকিডদের অভিনয় হোক কিংবা ফ্যাশ সেন্স, মাঝেমধ্যেই তাদেরকে নিয়ে ট্রোল করেন অনেকেই। বিশেষ করে সেই তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে-সোনম কাপুর এবং অন্যান্যরা।
আর তাদেরকে নিয়ে কাঁটাছেড়া করতেও দেখা যায় তিনি হলেন কঙ্গনা রানাউত। এমনকি প্রকাশ্য মঞ্চেও তাঁদের নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায় তাঁকে। তেমনই একদিন অনন্যা পান্ডের ট্যালেন্ট নিয়ে যা করলেন অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে তাঁর খুব একটা প্রশংসা বলি-পাড়ায় নেই। বরগ বিজয় দেভারাকোন্ডার ছবিতে তাঁকে প্রধান অভিনেত্রী হিসেবে দেখে নাক সিটকেছিলেন অনেকেই।
কিছুবছর আগেই কপিলের শোয়ে এসে অনন্যা দেখিয়েছিলেন জিভ দিয়ে নাক ঠেকানোর বিশেষ প্রতিভা। আর সেইকাজ নকল করেছিলেন কঙ্গনা। তিনিও জিভ দিয়ে নাক থেকিয়ে একইরকম অভিনয় করে দেখিয়েছিলেন। আর তাঁর সেই কাণ্ডে হেসে গড়িয়েছিলেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল সেই ভিডিও। কঙ্গনাকে সাবাশি দিচ্ছেন বেশিরভাগ। কেউ বললেন, ও এসব কঙ্গনা ছাড়া কেউ পারবে না। আবার কেউ বললেন, কঙ্গনা ভীষণ স্পষ্টবাদী। কিন্তু অনন্যার সাপোর্টার তো কম নয়। তারাও যুক্তি দিলেন, একজন ২২-২৩ বছরের মেয়েকে নিয়ে মজা করা কি শোভা পায়।