কঙ্গনা রানাউত অযোধ্যায় পৌঁছেই চূড়ান্ত উদ্বেলিত। সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের অনেকেই। রাজরানী সেজে রামলালাকে আমন্ত্রণ জানালেন কঙ্গনা।
Advertisment
তখন, চারিদিক রাম নাম মুখরিত। মঙ্গলধ্বনি উচ্চারণের মাধ্যমেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। আর বাইরে তখন জনজোয়ার। অভিনেত্রী কঙ্গনা রানাউত সেই দিকে হাজির ছিলেন। একেই গতকাল, ঝাড়ু দিতে গিয়ে ট্রোল হয়েছেন তিনি। চোখে চশমা পরে কেউ ঝাড়ু দেয়? তারপর আবার ঘুরে ঘুরে দেখছেন ক্যমেরার দিকে।
আর আজ, সকাল থেকেই তিনি পৌঁছে গিয়েছিলেন মন্দির চত্বরে। অভিনেত্রী, প্রকাশ্যে বলেন অযোধ্যা ভ্যাটিকান সিটির থেকেও বেশি পবিত্র। এবং আশা করব, আমাদের রামলালা একদিন সকলের মার্গ দর্শন করবে। এখানেই শেষ না। প্রাণ প্রতিষ্ঠার শেষে যে হারে তাঁকে চিৎকার করতে দেখা গিয়েছে এমন উচ্ছাস আর কারওর নেই। হাত পা ছোড়াছুড়ি, অভিনেত্রী একরকম লাফাতে লাগলেন। ধ্বনি দিলেন জয় শ্রী রাম।
তখন, ফুলের বৃষ্টিতে চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। আর কঙ্গনা, নিজের আনন্দ ধরে রাখতে পারলেন না। চোখে মুখে খুশি, তবে আজও চশমা বাদ দিতে পারেননি তিনি। যেন, এসবের মধ্যে দিয়ে নিজেই জয়ী হয়েছেন। তাঁকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগই। অনুরাগীদের কথায়, একজন আসল সনাতনী সে। আবার কেউ বললেন, এই একমাত্র খুশি, বাকিরা সব ওখানে এমনই বসে আছে।
উল্লেখ্য, দিন দুয়েক আগেই অযোধ্যা পৌঁছেছেন তিনি। আর, তাঁর সঙ্গেই তাঁকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ এমনও বলেছেন, অভিনয় করার মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে। আবার কারওর কথায়, এই যে উন্মাদনা সেটা রাজনীতির জন্য!