Kangana Ranaut: বিবাহিত ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন কঙ্গনা! খবর চাউর হতেই সত্যি বলতে বাধ্য হলেন অভিনেত্রী

Kangana Ranaut on relationship: অযোধ্যায় গিয়েই ফাঁসলেন অভিনেত্রী। একের পর এক অভিযোগ, অবশেষে জানাতে বাধ্য হলেন...

Kangana Ranaut on relationship: অযোধ্যায় গিয়েই ফাঁসলেন অভিনেত্রী। একের পর এক অভিযোগ, অবশেষে জানাতে বাধ্য হলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kangana ranaut, bollywood news

Bollywood- কঙ্গনার বড় দাবি ছবিঃ ইনস্টা

Kangana Ranaut on her relationship: রামমন্দির উদ্বোধনে গিয়ে যেমন জয় শ্রী রাম জয়োদ্ধনী দিলেন কঙ্গনা ( Kangana Ranaut ), তেমনই ফাঁসলেন নিজের দোষেই। কিন্তু কেন? কী এমন করেছেন তিনি।

আলোচনায় কঙ্গনা...( Kangana on discussion )

Advertisment

অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে সবসময় আলোচনা লেগেই থাকে। একথা নতুন না। তিনি মাঝেমধ্যেই এমন বিতর্কিত মন্তব্য করেন যার জেরে মানুষের রোষানলে পড়েন তিনি। আর এবার, তো রামমন্দির উদ্বোধনের দুদিন আগেই তিনি গিয়েছিলেন অযোধ্যায়। মাহেন্দ্রক্ষণে যখন পুষ্পবৃষ্টি হচ্ছে, আনন্দ যেন থামছে না তাঁর। সেখানে অন্য বলিউড তারকাদের সঙ্গে তাঁকে এক মুহূর্তও দেখা যায় নি। বরং...

কার সঙ্গে দেখা গেল তাঁকে? না, ইজ মাই ট্রিপের কর্ণধারের সঙ্গে। নিশান্ত পিত্তির ( Nishant Pitti ) সঙ্গে ছবি প্রকাশ্যে। কেবল পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন তারা দুজন। এরপরই খবর রটে যায় যে তিনি নাকি নিশান্তের সঙ্গে সম্পর্ক রয়েছেন! তারপর থেকেই অভিনেত্রীকে নিয়ে নানা প্রশ্ন। নিশান্ত নিজে বিবাহিত। এবং তাঁর স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ নেই তাঁর। তাহলে এসব আবার কী? বিপদ বুঝেই সম্পর্কের আসল সত্য জানালেন কঙ্গনা!

Advertisment

আরও পড়ুন - Kangana Ranaut on Ayodhya: মঙ্গলধ্বনি-ফুলের বৃষ্টিতে চিল চিৎকার! অযোধ্যায় নেচে কুঁদে অস্থির কঙ্গনা..

কী বললেন অভিনেত্রী?

কঙ্গনা, নিজে মুখেই আসল কথা স্বীকার করলেন। বললেন, "এইসব ভুয়ো খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী। আমি অন্য কারওর সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাব। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্য নতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না। আমরা শুধু ছবি তুলেছি মাত্র। অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই"। এরপরই প্রশ্ন উঠেছে তাহলে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন কঙ্গনা।

প্রসঙ্গত, অভিনেত্রী গতকাল প্রকাশ্যে এনেছেন ইমারজেন্সি ছবির রিলিজ ডেট। এবার তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। তাঁর সঙ্গে সঙ্গে তিনি এও জানিয়েছেন, যে এই ছবির কারণেই নিজের সব বন্দক রেখেছেন অভিনেত্রী।

bollywood Ayodhya Ram Temple Kangana Ranaut Entertainment News